RE: Better life with steem || The Diary Game || 5th June, 2024 ||
দিদি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার দিনের কার্যক্রম আমাদের সাথে ভাগ করার জন্য। দিনটি আপনি কর্মব্যস্ততায় কাটিয়েছেন। আপনার দিনটি শুরু হয়েছিলো এক কাপ চিনি ছাড়া লিকার চা খাওয়ার মধ্য দিয়ে। সত্যি বলতে আমি লিকার চা একদম খেতে পারি না। আমিও আগে চা খেতাম না। অনার্স লাইফে যখন টিউশনি করাতাম তখন থেকেই চা খাওয়ায় অভ্যস্থ হয়ে যাই। যাইহোক আপনি আজ ব্যক্তিগত কাজে এবং আপনার মেয়ের কলেজে ভর্তির বিষয়ে বাইরে অনেক সময় পার করেছেন। ঢাকা শহরের বিভিন্ন অভিজ্ঞতা আমাদের সাথে ভাগ করেছেন। এই গরমে মেট্রোরেল কিছুটা হলেও আমাদের শান্তি দিচ্ছে। তবে সব যায়গায় চালু হলে মনে হয় আরো ভালো হতো।
দিদি এছাড়াও আপনি আমাদের আমের আচাড় বানানোর পুরো প্রক্রিয়া দেখিয়েছেন। আমের আচার আমার ভীষণ পছন্দ। আমার স্ত্রীকে বলেছি বানাতে। কিন্তু সে এখন পর্যন্ত সময় করে উঠতে পারেনি। তবে খুব শীঘ্রই বানাবে বলেছে।
যাইহোক দিদি ভালো থাকবেন। আপনার আগামী দিনগুলো সুখের হউক সেই কামনা করছি।