RE: জেলে জীবনের নিত্য সঙ্গী, হাতে তৈরি মাছ ধরার জাল:
বর্ষাকাল মানেই তো নতুন মাছের আগমন। বর্ষাকালেই মানুষ নতুন মাছ দেখতে পায়,, কারণ নতুন পানির সাথে নতুন মাছের আগমন ঘটে। আমার শ্বশুর মশাইও বেশ কিছুদিন ধরে এই বর্ষার পানিতে মাছ ধরার চেষ্টা করছে। যদিও অল্প মাছ পাওয়া যাচ্ছে। কিন্তু এই অল্প মাছের স্বাদ,, বেশি মাছের চেয়ে উত্তম।
একদমই ঠিক বলেছেন,, অন্যান্য সময় মানুষের কাজ থাকলেও বর্ষার সময় মানুষ অনেকটা সময় বসে থাকে। এ কারণেই তারা জাল বুনে এবং মাছ ধরার ট্রাই করে। আজকে আপনি জাল বুনা এবং বাংলাদেশের মাছ ধরার বিষয় নিয়ে বেশ কিছু কথা আমাদের সাথে শেয়ার করেছেন।
বাংলাদেশের বিভিন্ন ধরনের জাল পাওয়া যায়,, আপনি যে জাল গুলোর নাম আপনার পোস্টে উল্লেখ করেছেন। এই জাল গুলো আমাদের এলাকাতেও পাওয়া যায়। আমাদের এলাকাতে বর্তমানে চারপাশে পানির তেমন একটা আনাগোনা না থাকলেও। নতুন মাছের আনাগোনা মোটামুটি রয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে,, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন।
বর্ষায় দেশী মাছের আনাগোনা একটু বেশি হয় অন্যান্য সময়ের থেকে।ভাল লাগল এটা জেনে আপনার শ্বশুর মশাই এখনো সেই প্রথা বজায় রপখেছে।দেশী মাছ অল্প খেলেও এতে আলাদা স্বাদ রয়েছে যা অতুলনীয়।
ধন্যবাদ আপনাকে মন্তব্যর জন্য।