RE: Incredible India contest by @sduttaskitchen things I follow to rejuvenate myself.
প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনার মন খারাপ হলে আপনি বাহিরে বের হয়ে ঘুরতে যান। অথবা আপনি ঘরে বসে কোরআন তেলাওয়াত মুভি এবং বিনোদনমূলক নাটক দেখতে থাকেন।
আপনার কাছে সবচাইতে বেশি খারাপ লাগে, যখন আপনি একটা অংক বারবার করেও ভুল করেন। আসলে ভুল মানুষ করে এটা স্বাভাবিক। কিন্তু ভুল করার পরে যখন আমরা বারবার সেই জিনিসটা পড়ি, তখন কিন্তু সেটা পরিশুদ্ধভাবে সুন্দরভাবেই হয়ে থাকে।
আপনার নানুর রাগ ভাঙ্গানোর গল্প আমাদের সাথে উপস্থাপন করেছেন! আপনি বলেছেন আপনার নানু যখন আপনার উপর রাগ করে তখন আপনি কুরআন থেকে কিছু হাদিস নিয়ে, আপনার নানুর সাথে আলোচনা করেন! এবং নবী করীম সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর জীবনী গল্প নিয়ে আপনি আলোচনা করেন! এতে করে আপনার নানুর মন ভালো হয়ে যায়! এবং আপনার উপর রাগ করা থেকে উনি বিরত থাকে! অসংখ্য ধন্যবাদ আপনাকে, প্রতিযোগিতা প্রত্যেকটা প্রশ্নের উত্তর চমৎকারভাবে দেয়ার জন্য! আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন।
ধন্যবাদ আপনাকে এত সুন্দর ভাবে আমার পোস্টটি পড়ে সুন্দর রিপ্লাই দেয়ার জন্য ভালো থাকবেন।