RE: জিঘাংসার বসে কাউকে অপমান, নিজের দুর্বল মানসিকতার লক্ষণ।
সর্বদাই একটা জিনিস পরিবার থেকে শিক্ষা পেয়েছি। সেটা হচ্ছে কাউকে কিছু বলার আগে দশবার ভেবে নিতে হবে। আমি যে মানুষটাকে কিছু বলবো যে মানুষটার সাথে আমি খারাপ আচরণ করবো। সেই মানুষটা আমার কাছে কতটা মূল্যবান। কথাটা বলে ফেলার পর হাজার বার চিন্তা করলেও কোন লাভ হবে না। কেননা মুখ দিয়ে যদি একবার কোন কথা বের হয়ে যায়, তাহলে সেটা আর ফেরত নেয়া সম্ভব নয়।
অনেকবার উল্লেখ করেছি কথাটা, আর সেটা হলো আমার সততা, পরিশ্রম যদি ঈশ্বরের চোখে না পড়ে, তাহলে মানুষ দেখলো কি না দেখলো, তাতে আমার বিশেষ কিছু যায় আসে না।
সৃষ্টিকর্তা যখন আমাদেরকে এই পৃথিবীতে সুন্দর ভাবে সৃষ্টি করেছে। তখন তিনি এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জীবজন্তু সবাইকেই দেখতে পায়। এমনও আমি কোরআনুল কারীমের মধ্যে পেয়েছি, আমাদের গাছে যে পাতা নড়ে। সেই পাতার শব্দ পর্যন্ত সৃষ্টিকর্তার কানে যায়। তাহলে আমরা তো মানুষ উনি সব কিছুই দেখতে পায়। মানুষ কি দেখলো না দেখলেও সেটা নিয়ে চিন্তা করার কোন বিষয় নেই।
যদি আপনাদের সাথে কেউ এই ধরনের আচরণ করে কখনো, আপনারা সেক্ষেত্রে কি ধরনের পদক্ষেপ নেবেন? বিশেষ করে ব্যাক্তি যদি ক্ষমতাবান হয়!
এই প্রশ্নের উত্তরে আমি বলব সেই লোকটা যত ক্ষমতা বান হোক না কেন? কেউ যদি আমার সাথে এমন বাজে আচরণ করে! আমি অবশ্যই তার বিরুদ্ধে নালিশ করব! কেননা আমার দোষ থাকলে সে আমাকে হাজার বার বলবে এতে আমি মাথা নত করে নেব! কিন্তু আমার যদি দোষ না থাকি, তাহলে সে আমাকে একবার বলার সাহস হয় কিভাবে। সেটা আমি বের করে ছাড়বো।
আপনার পোস্ট পড়ে অনেকবার জেনেছি অনেকেই আপনাকে দাবানোর চেষ্টা করেছে। কিন্তু আপনি কখনোই নিজের সততা এবং নিজের পরিশ্রমের প্রতি দুর্বল হয়ে পড়েননি। আপনি সর্বদাই মনে করেন সৃষ্টিকর্তা যতটুকু রেখেছে, যা করে আমাদের ভালোর জন্যই করে। এবং সততার সাথে এগিয়ে যাওয়া টাই, আপনার মূল উদ্দেশ্য। এগিয়ে যান আমরা অবশ্যই আপনার সাথে আছি।