You are viewing a single comment's thread from:

RE: It is important to maintain control over one's emotions. আবেগ নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা!

in Incredible India3 days ago

বরঞ্চ, অন্যের আবেগ তথা তার গোপন দুর্বলতা বিক্রি করে খেতেই অভ্যস্ত বেশিরভাগ মানুষ।
নিজের আবেগ তথা কোনো দুর্বলতা কাউকে জানাবার আগে লক্ষ বার ভেবে দেখবেন।

আপনার এই কথার সাথে আমি ১০০ বার নয় হাজার বার সহমত পোষণ করছি। কেননা বর্তমান সময়ের মানুষ আপনার আবেগ নিয়ে খেলতে অনেক বেশি পছন্দ করে। আপনার সাথে মিশে আপনার গোপন কথা আপনার আবেগ সবকিছু জানার পর। সেই আবেগ অন্যের কাছে বিক্রি করে খেয়ে বেঁচে থাকতে অনেক বেশি পছন্দ করে। তাই আমাদের প্রত্যেকের উচিত কারো কাছে নিজের আবেগ শেয়ার করার আগে, নিজের গোপন কথা শেয়ার করার আগে হাজার বার চিন্তা করতে হবে।

কিছু মানুষ আছে, আমাদের সাথে এমন ভাবে কথা বলে তাদের মায়াজালে আমরা নিজেদেরকে জড়িয়ে ফেলি। এবং তাদের সাথে নিজেদের মনের আবেগ অনুভূতি সবকিছুই শেয়ার করি। কিন্তু পরবর্তীতে তারা আমাদেরকে এমনভাবে সমস্যার মধ্যে ফেলে দেয়। যেখান থেকে উঠে আসতে আমাদের অনেক বেশি সমস্যা হয়।

বর্তমান সময়ে এমন অনেক মানুষ দেখা যায়, যারা কিনা আপনার সাথে ভালো ব্যবহার করে আপনাকে দিয়ে অনেক কিছু করিয়ে নেবে। এবং আপনাকে কিছু জিনিসও দেবে। কিন্তু দিন শেষে আপনাকে চাকরের সাথে মূল্যায়ন করবে। এই মানুষগুলোর কাছ থেকে অবশ্যই দূরত্ব বজায় রাখা উচিত।

আপনার প্রত্যেকটা কথা বাস্তবতার সাথে একেবারেই মিলে গেছে। আবেগ এমন একটা জিনিস যেটা নিয়ন্ত্রণ করা প্রয়োজন আর নিয়ন্ত্রণ করতে পারলেই, একটা মানুষ সুন্দর জীবন যাপন করতে পারবে। জানিনা আপনার লেখা অনুযায়ী সঠিক মন্তব্য করতে হয়েছে কিনা। তবে চেষ্টা করেছি ধন্যবাদ ভালো থাকবেন।