আরে বাহ এই রান্নার সাথে তো আপনার আর আমার চয়েজ একেবারেই মিলে গেল। যদিও আমি আলো ব্যবহার করি না, শুধুমাত্র চিংড়ি দিয়ে পাতাকপি রান্না করার চেষ্টা করি। রান্না বলতে ভুল হবে আমি শুধুমাত্র ভাজি করি। এখানে কোন রকম পানি আমি ব্যবহার করি না শুধুমাত্র কম আগুনের মধ্যে পাতাকপি ভাজার মজাটাই অন্যরকম। যেটা আমি খুব মজা করে তৈরি করে থাকি ধন্যবাদ চমৎকার রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য ভালো থাকবেন।