ছোট বাচ্চারা হচ্ছে পরিবারের খুবই লক্ষ্মী একটা জিনিস আসলে ছোট বাচ্চারা যখন বাড়িতে থাকে না তখন অনেক বেশি খারাপ লাগে আর আমরা যতদিন থেকে শুনতে পাই আমাদের ঘরে ছোট কোন মেহমান আসবে সেদিন থেকেই আমরা অনেক বেশি আনন্দিত হয়ে পড়ি।
এটা ঠিক সময়টা খুব দ্রুত চলে যায় দেখতে দেখতে আপনাদের ছোট্ট পুচকি সোনা এখন এক বছরে পা দিয়েছে তার আগামী দিনের পথ চলা অনেক বেশি সুন্দর হোক আসলে ছোট বাচ্চারা যেখানে মায়া পায় বেশি সেখানেই থাকতে অনেক বেশি ভালোবাসে ভালো থাকবেন।