পুচকু সোনার কিছু মুহূর্ত

in Incredible India4 days ago

নমস্কার বন্ধুরা। নতুন বছরে ঈশ্বরের কাছে সকলের সুস্থতা প্রার্থনা করি। আজ ২ রা জানুয়ারি ২০২৫। আবারো একটি বছর আমাদের হাত থেকে চলে গেল। জানি সময়কে বাঁধা যায় না কিন্তু সময়ের কিছু স্মৃতি আছে যা আমরা নিজেদের কাছে বন্দী রাখতে পারি ক্যামেরার মাধ্যমে।

IMG-20250102-WA0007.jpg

আজ পুচকু সোনার ছোট থেকে বড় হয়ে যাওয়ার কিছু মুহূর্ত। এক বছর আগে ৪ঠা ডিসেম্বর পুচকু সোনা আসছে আমাদের কাছে। দেখতে দেখতে একটি বছর পার হয়ে গেল। পুচকু সোনা এক বছর বয়স। সময়ের সাথে সাথে ও কেমন বড় হয়ে গেল।

IMG-20250102-WA0005.jpg

এখন ও বায়না করতে শিখেছে শিখেছে প্রত্যেকটা মুহূর্তে টুকিটাকি নিয়ে ব্যস্ত হয়ে থাকতে। সবসময়ই ওকে দেখি কোন না কোন কিছু নিয়ে ও খেলে যাচ্ছে বা ও নিজের ইচ্ছামত সব জিনিস এদিক সেদিক থেকে এনে এক জায়গায় জড়ো করছে। আর যখন সেই জায়গা থেকে একটি জিনিস সরে যাচ্ছে তখনই ও পা ছড়িয়ে কাঁদতে শুরু করে দিচ্ছে।

IMG-20250102-WA0008.jpg

কেউ ঘর ঝাঁট দিলে ওকেও ছাড় দিতে হবে রান্না করলে ওকেও রান্না করতে হবে। এই হলো ওর বায়না। না দিলেই কান্না। ওকে সামলাতে সামলাতে দিন শেষে কখন যে রাত হয়ে যাচ্ছে বোঝাই যাচ্ছে না। এখন তো আবার চা, জল বলতে শিখেছে। আর শিখেছে দাদা ,বাবা, আই এইসব কথা।

IMG-20250102-WA0010.jpg

সব থেকে মজার লাগে রাতের বেলা যখন ঘুমাতে যায় ওর রোজ এসে ওর পা দুটো আমার পেটের ওপরে তুলে দেয় যাতে পা দুটোতে তেল মাখিয়ে একটু মাসাজ করে দিতে পারি। যতক্ষণ না ওর পায়ে তেল মাখিয়ে দিই ততক্ষণ ওর ঘুমায় না।

কদিন আগে ওরা ওদের বাড়ি গিয়েছিল। দুইদিন থাকতে না থাকতেই আমি ও আমার মা, এত হাসফাসিয়ে উঠেছিলাম যে ওরা আবার ফিরে এসেছে।

IMG-20250102-WA0012.jpg

আমার ছোট বোনের ছেলে তো সব সময় বলে, 'যখন থাকি তখন বলিস বাড়ি যা বাড়ি যা আর যেই বাড়ি যাই তখন তো বলিস সোনা আয় আয় আর কতদিন থাকবি।'এখন এটা ওর মুখের বাক্য হয়ে গেছে। ও সবসময়ই এই কথাটা বলে আমাকে বোঝাতে চাই যে ওরা না থাকলে হয়তো আমার খুব কষ্ট হবে। আর সে কথা ভেবে হয়তো আমি আর ওকে বকব না।
Sort:  
Loading...
 3 days ago 

আপনার পুচকু সোনার সাথে কাটানো মুহূর্তগুলো সত্যিই হৃদয়স্পর্শী! এক বছরের মধ্যেই তার ছোট্ট বায়না, খেলা এবং কিউট আচরণগুলো কতই না মিষ্টি! পায়ে তেল মাখানোর জন্য তার অপেক্ষা এবং তার সাথে আপনার সম্পর্কের নিখুঁত বন্ডিংটা খুবই সুন্দর। একেবারে মনে হয়, জীবন ছোট ছোট আনন্দে ভরা, এবং আপনাদের পরিবারে সেই আনন্দই যেন প্রতিদিন আরও বাড়ছে। তার এক বছরে বড় হওয়া দেখে যেন সময়ের গতির মাঝে এক টুকরো স্থির মুহূর্তও পাওয়া যাচ্ছে।

TEAM 5 Congratulations! This post has been voted through steemcurator07. We support quality posts, good comments anywhere and any tags.

Picsart_24-12-31_15-00-29-616.jpg

Curated By @memamun

 2 days ago 

আপনি বলবো পুচকু আপনাকে অনেক সুন্দর লাগছে।। সময়ের সাথে সাথে বেশ বড় হয়ে গেছে তবে শুনে অনেক ভালো লাগলো সে সব সময় কোন কিছু নিয়ে খেলার মধ্যেই থাকে।। সব থেকে মজা লেগেছে ঘুমানোর মুহূর্তটা সত্যিই অসাধারণ।।

 2 hours ago 

ছোট বাচ্চারা হচ্ছে পরিবারের খুবই লক্ষ্মী একটা জিনিস আসলে ছোট বাচ্চারা যখন বাড়িতে থাকে না তখন অনেক বেশি খারাপ লাগে আর আমরা যতদিন থেকে শুনতে পাই আমাদের ঘরে ছোট কোন মেহমান আসবে সেদিন থেকেই আমরা অনেক বেশি আনন্দিত হয়ে পড়ি।

এটা ঠিক সময়টা খুব দ্রুত চলে যায় দেখতে দেখতে আপনাদের ছোট্ট পুচকি সোনা এখন এক বছরে পা দিয়েছে তার আগামী দিনের পথ চলা অনেক বেশি সুন্দর হোক আসলে ছোট বাচ্চারা যেখানে মায়া পায় বেশি সেখানেই থাকতে অনেক বেশি ভালোবাসে ভালো থাকবেন।