পুচকু সোনার কিছু মুহূর্ত
নমস্কার বন্ধুরা। নতুন বছরে ঈশ্বরের কাছে সকলের সুস্থতা প্রার্থনা করি। আজ ২ রা জানুয়ারি ২০২৫। আবারো একটি বছর আমাদের হাত থেকে চলে গেল। জানি সময়কে বাঁধা যায় না কিন্তু সময়ের কিছু স্মৃতি আছে যা আমরা নিজেদের কাছে বন্দী রাখতে পারি ক্যামেরার মাধ্যমে।
আজ পুচকু সোনার ছোট থেকে বড় হয়ে যাওয়ার কিছু মুহূর্ত। এক বছর আগে ৪ঠা ডিসেম্বর পুচকু সোনা আসছে আমাদের কাছে। দেখতে দেখতে একটি বছর পার হয়ে গেল। পুচকু সোনা এক বছর বয়স। সময়ের সাথে সাথে ও কেমন বড় হয়ে গেল।
কেউ ঘর ঝাঁট দিলে ওকেও ছাড় দিতে হবে রান্না করলে ওকেও রান্না করতে হবে। এই হলো ওর বায়না। না দিলেই কান্না। ওকে সামলাতে সামলাতে দিন শেষে কখন যে রাত হয়ে যাচ্ছে বোঝাই যাচ্ছে না। এখন তো আবার চা, জল বলতে শিখেছে। আর শিখেছে দাদা ,বাবা, আই এইসব কথা।
সব থেকে মজার লাগে রাতের বেলা যখন ঘুমাতে যায় ওর রোজ এসে ওর পা দুটো আমার পেটের ওপরে তুলে দেয় যাতে পা দুটোতে তেল মাখিয়ে একটু মাসাজ করে দিতে পারি। যতক্ষণ না ওর পায়ে তেল মাখিয়ে দিই ততক্ষণ ওর ঘুমায় না।
কদিন আগে ওরা ওদের বাড়ি গিয়েছিল। দুইদিন থাকতে না থাকতেই আমি ও আমার মা, এত হাসফাসিয়ে উঠেছিলাম যে ওরা আবার ফিরে এসেছে।
আপনার পুচকু সোনার সাথে কাটানো মুহূর্তগুলো সত্যিই হৃদয়স্পর্শী! এক বছরের মধ্যেই তার ছোট্ট বায়না, খেলা এবং কিউট আচরণগুলো কতই না মিষ্টি! পায়ে তেল মাখানোর জন্য তার অপেক্ষা এবং তার সাথে আপনার সম্পর্কের নিখুঁত বন্ডিংটা খুবই সুন্দর। একেবারে মনে হয়, জীবন ছোট ছোট আনন্দে ভরা, এবং আপনাদের পরিবারে সেই আনন্দই যেন প্রতিদিন আরও বাড়ছে। তার এক বছরে বড় হওয়া দেখে যেন সময়ের গতির মাঝে এক টুকরো স্থির মুহূর্তও পাওয়া যাচ্ছে।
আপনি বলবো পুচকু আপনাকে অনেক সুন্দর লাগছে।। সময়ের সাথে সাথে বেশ বড় হয়ে গেছে তবে শুনে অনেক ভালো লাগলো সে সব সময় কোন কিছু নিয়ে খেলার মধ্যেই থাকে।। সব থেকে মজা লেগেছে ঘুমানোর মুহূর্তটা সত্যিই অসাধারণ।।
ছোট বাচ্চারা হচ্ছে পরিবারের খুবই লক্ষ্মী একটা জিনিস আসলে ছোট বাচ্চারা যখন বাড়িতে থাকে না তখন অনেক বেশি খারাপ লাগে আর আমরা যতদিন থেকে শুনতে পাই আমাদের ঘরে ছোট কোন মেহমান আসবে সেদিন থেকেই আমরা অনেক বেশি আনন্দিত হয়ে পড়ি।
এটা ঠিক সময়টা খুব দ্রুত চলে যায় দেখতে দেখতে আপনাদের ছোট্ট পুচকি সোনা এখন এক বছরে পা দিয়েছে তার আগামী দিনের পথ চলা অনেক বেশি সুন্দর হোক আসলে ছোট বাচ্চারা যেখানে মায়া পায় বেশি সেখানেই থাকতে অনেক বেশি ভালোবাসে ভালো থাকবেন।