আপনার পুচকু সোনার সাথে কাটানো মুহূর্তগুলো সত্যিই হৃদয়স্পর্শী! এক বছরের মধ্যেই তার ছোট্ট বায়না, খেলা এবং কিউট আচরণগুলো কতই না মিষ্টি! পায়ে তেল মাখানোর জন্য তার অপেক্ষা এবং তার সাথে আপনার সম্পর্কের নিখুঁত বন্ডিংটা খুবই সুন্দর। একেবারে মনে হয়, জীবন ছোট ছোট আনন্দে ভরা, এবং আপনাদের পরিবারে সেই আনন্দই যেন প্রতিদিন আরও বাড়ছে। তার এক বছরে বড় হওয়া দেখে যেন সময়ের গতির মাঝে এক টুকরো স্থির মুহূর্তও পাওয়া যাচ্ছে।