RE: আমার পার্টনারের হাতের এক অসাধারণ নাস্তার রেসিপি ,,,,।
প্রথমেই আমি আপনার হাসবেন্ডকে ধন্যবাদ জানাবো যে, তিনি আপনার মন খারাপ ভালো করার জন্য এতটা কষ্ট করে, একটি সুন্দর সুস্বাদু ও স্বাস্থ্যকর রেসিপি তৈরি করেছেন। পাশাপাশি আপনাকে অভিনন্দন জানাবো এমন একজন মানুষকে জীবন সাথী হিসেবে পেয়েছেন তার জন্য।
মাঝেমধ্যে এমন মন খারাপ আমাদের প্রত্যেকের জীবনে আসে ঠিকই, তবে সকলে কিন্তু আপনার মতন হাজবেন্ডের সাপোর্ট পায় না, এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি।
এবার আসি রেসিপিটির কথায়, যেটা দেখতে অসম্ভব লোভনীয় হয়েছে। আমার বিশ্বাস খেতেও এটা ততটাই সুস্বাদু ছিলো। আমিও আপনার সাথে একমত যে, এই রেসিপিটি যথেষ্ট স্বাস্থ্যকর। কারণ এতে বিভিন্ন রকমের সবজির ব্যবহার হয়েছে। আর তৈরি করতেও যে অনেক বেশি ঝামেলা এমনটা নয়।
অন্তত আপনার লেখা প্রতিটি ধাপ পড়ে এটুকু বুঝলাম, ঘরোয়া কিছু উপকরণ থাকলে এটি তৈরি করে নেওয়া যাবে অনায়াসেই। বিশেষ করে বাচ্চাদেরকে এমন টিফিন তৈরি করে দিলে তারা খুবই আনন্দসহকারে খাবে। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে এতো সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। ভালো থাকবেন।
প্রথমে অসম্ভব সুন্দর একটা কমেন্ট করার জন্য ধন্যবাদ,,
সারাদিন ডিউটি করার শেষে যখন আমার খারাপ লাগার কথাটা চিন্তা করে এটা আমার জন্য অনেক কিছু,,,।
হ্যাঁ এটা তো সত্যি চারপাশে অনেক হাসবেন্ডাই আছে তারা এমনটা চিন্তা করেও না,,।
একদম ঠিক কথা বলেছেন বাচ্চাদের টিফিনে এরকম স্বাস্থ্যকর খাবার অনেক ভালো,, আর এটা তৈরি করতে খুব একটা ঝামেলা হয়নি শুধু উপকরণগুলো বাসায় থাকলেই হবে।। ধন্যবাদ আপনাকে।