You are viewing a single comment's thread from:

RE: The Dairy Game || A Day in Old Dhaka||Riverside Reflections

in Incredible India2 months ago

রান্না চুলায় দিয়ে অন্য কাজ করতে গিয়ে খাবার পড়ে নাই এমন রাঁধুনি হয়তো হাতেগুনা। আর যারা সোশ্যাল মিডিয়ায় আসক্ত তাদের তো এটা নিয়মিত কাজ।

দোকানে দোকানে দাম জিজ্ঞেস করা কিন্তু একটা ভালো অভ্ভা। কারণ এতে বাজার মূল্য সম্পর্কে ভালো একটা ধারণা থাকে। জুতার ফিতা লাগানো আসলেই একটা ঝামেলার কাজ।

কবি নজরুল কলেজের উল্টোপাশের ফুটপাতের কাপড়ের বাজারে সামনেথেকে কিছু কেনাকাটাও করেছেন। এই কাজটা আমি ঢাকা কলেজের উল্টাপাশে থেকে করি।

Sort:  
 2 months ago 

আসলে স্যোসাল মিডিয়ায় বিশেষ করে রিলস বা শটস ভিডিও গুলো দেখতে বসলে আপনার মস্তিষ্ককে এমন ভাবে নিয়ন্ত্রণ নিয়ে ফেলবে যে আপনি অন্য কিছুর কথা ভুলেই যাবেন, এই কারণেই রাধুনিরা আগের থেকে বেশি রান্না পুড়িয়ে ফেলে।

ঢাকা কলেজের উল্টোপাশ থেকে আমিও এক সময় ক্নেক কেনাকাটা করেছি যখন নীলক্ষেতে থাকতাম। অনেকদিন সেদিকে আর যাওয়া হয় না।