You are viewing a single comment's thread from:

RE: The Dairy Game||From Raindrops to Routine, My July 2nd Diary||

in Incredible India4 months ago

যারা চাকুরীজীবি তাদের একটা গৎবাঁধা জীবনের মাঝেই সময় কাটাতে হয় সারাটাজীবন। ঘুম থেকে উঠো ,তারপর রেডি হও আর অফিসের দিকে দৌড়াও রোদ -বৃষ্টি , বন্যা। আন্দোলন সবকিছুকে পেছনে ফেলে। ডাচ - বাংলা নামটা দেখলে খুবই পরিচিত লাগে।
বাসায় এক থাকায় খাবার শেষ হচ্ছে না। যার কারণে ফলও কেনা হচ্ছে না। ভালো লাগলো আপনার দিনলিপি পড়ে।

Sort:  
 3 months ago 

ছুটির দিন ছাড়া সপ্তাহের বাকি ৫ টা দিন একই নিয়ম, একই রুটিন। মাঝে মাঝে এই চাকুরীজীবন বড্ড বেশি এক ঘেয়েমি মনে হয়। বাসায় একা থাকতেও খুব খারাপ লাগে, আমিও একাই থাকছি বেশ কিছুদিন ধরে।

ধন্যবাদ আপনার পোস্ট পড়ে মন্তব্য করার জন্য। ভালো কাটুক আওনার সময়।