শীত আসলে আমাদেরকে নিজেরদের ত্বক ও চুলের প্রতি কিছুটা অতিরিক্ত যত্ন নিতে হয়। কারণ বেশিরভাগ মানুষেরই এই সময়টাতে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। আপনার সকালের রুটিনটা আসলেই চমৎকার।
আমিও আপনার মতোই নিয়মিত হলুদ খেতাম। কিন্তু কয়েকদিন আগে একজন ডাক্তারের কথা শুনে এখন আর নিয়মিত খাই না। তিনি বললেন এতে করে অনেক উপকারের পাশাপাশি কিডনির সমস্যা দেখা দিতে পারে একটানা খেলে। এজন্য দুই-এক দিন গাপ দিয়ে খাই।
আপনার বিউটি টিপস পেয়ে অনেকেরই উপকার হবে। ধণ্যবাদ আপনাকে চমৎকার এই লেখাটি আমাদের মাঝে তুলে ধরার জন্য।