RE: অজানা ইতিহাস ( If you like history, then must read...)
এখানে শিবের কারণে অর্ধ নারীশ্বর রূপ কল্পনা করে মাঝরাতে পুরুষেরা পায়ে নূপুর পরে, শাড়ি পরে, নারী সেজে অধিবাস পালন করে।
তোমার লেখার ইতিহাসের সবচাইতে আকর্ষণীয় জায়গাটিকে তুলে ধরলাম, যেটি আমাকে বেশ অবাক করেছে!
আমি মনে প্রাণে দুই একটি বিষয় ভীষণভাবে বিশ্বাস করি,
যেমন:- ইচ্ছে থাকলে উপায় হয়, যেটি জেলেরা করে দেখিয়েছিল আজ থেকে ২০০ বছর আগে।
আরেকটি হলো সৎ এবং নিঃস্বার্থ ইচ্ছে পূর্তি সৃষ্টিকর্তা করেন!
ধুনো জ্বালাবার বিষয়টি দেখলাম লিংক থেকে, বেশ আকর্ষণীয় বিষয়। যদি মা ডাকেন হয়তো কোনো এক্ বছর তোমাদের স্থানের ঐতিহ্য দর্শনের সুযোগ পাবো!
তিনি না চাইলে আসলে তার স্থান পরিদর্শন করা যায় না বলে আমি বিশ্বাস করি। যাক হবু বরের মামাদের কারণে কাছ থেকে আচার অনুষ্ঠান দেখার সুযোগ পেয়েছো এটাও অনেক বড় বিষয়।
এক্ সময়ের ১৫ টাকার আজ বাজার মূল্য কমে গেলেও তার ঐতিহাসিক মূল্য আজও অটুট।
সৃষ্টির ইতিহাসের সাথে এই অঙ্কের মূল্য সদাই বিদ্যমান থাকবে, এটা কিন্তু অনেক মূল্য রাখে।
তোমার লেখার শীর্ষক আমাকে আকর্ষিত করেছে, এবং লেখা পড়ে আমার বেশ ভালো লাগলো, অজানা কিছু ইতিহাসের সাক্ষী হবার সুযোগ দেবার জন্য ধন্যবাদ।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার পোস্টটি পড়ে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।
Congratulations!!!
your post has been supported. We support quality posts, good comments anywhere and any tags.
Curated By : @wirngo
Thank you my dear @wirngo 💕