You are viewing a single comment's thread from:

RE: "Travel diary- Explored Digha-(Part-3)"

in Incredible India7 months ago

আমরা বিগত পোস্টে অবগত হয়েছি আপনার দীঘায় ঘুরতে যাওয়ার গল্প। আপনার পোস্টে পড়া যে, শংকরপুরের কথা বলেছেন সেটার হয়তো নাম জানিনা। কিন্তু গোয়া নামটি শুনেছিলাম। যাইহোক, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আপনারা শংকরপুরের উদ্দেশ্যে বেরিয়েছেন। আসলে এভাবে নির্জন অবস্থায় সমুদ্রের ঢেউ উপভোগ করতে সত্যিই অনেক ভালো লাগে। বাহ! দীঘায় দেখি বেশ কেনাকাটার মত মার্কেট রয়েছে । দেখে মনে হচ্ছে বেশ ভালই কেনাকাটা করেছিলেন।

এই দীঘায় ঘুরতে যাওয়ার বাকি অংশটুকু পড়ার জন্য অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন।

Sort:  
 7 months ago 

দীঘার মার্কেট অনেক বড়। সবটুকু আমরাও ঘুরে দেখতে পারিনি। টুকটাক কিছু কেনাকাটা করেছিলাম মাত্র। শংকরপুর ছোটো একটি জায়গা, তবে তার সৌন্দর্য্য সত্যিই অনন্য। এইবার আমি শংকরপুর গিয়ে দীঘার থেকেও বেশি সমুদ্রকে উপভোগ করেছি। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।