আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২২৯
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাকে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশি আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের ছয় দিন যথাক্রমে বৃহস্পতিবার হতে মঙ্গলবার ছয়টি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা কিংবা ফান প্রশ্ন সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা/প্রশ্ন সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে বিষয়বস্তু সম্পর্কে। কবিতার ক্ষেত্রে ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা:
ফেনীর বুকে জল
করছে কোলাহল
ঘরে-বাইরে পানিতে আজ
পাইনা খুঁজে তল।
লেখিকা
লেখিকার এর অনুভূতি:
ফেনীর বুকে বয়ে চলা জলে যেন এক অদ্ভুত কোলাহল সৃষ্টি হয়েছে। চারদিকে পানির এতো তান্ডব যে, ঘর কিংবা বাইরে কোথাও যেন সুরক্ষা নেই। এই অগাধ জলরাশির মাঝে যেন নিজের পথ খুঁজে পাওয়াও দুষ্কর হয়ে উঠেছে।😭
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
ও মোর, জলরাশি;
তুই থামবি কবে বল?
তোর কারনে বন্দীদশা;
দেশ হইল যে অচল।
ওরে সর্বনাশা বন্যা;
তুই যাবি কবে বল?
তোর জন্য সব হইল গৃহহারা,
বালিকার চোখে জল।
বন্যা এসে ভাসিয়ে নিলো
দুচোখ ভরা স্বপ্ন,
বানভাসিদের সহযোগিতায়
দেশবাসী মগ্ন।
ধন্য হলো মানবতা
মনুষত্ব ও ধন্য।
বন্যার ভয়াবহতা দেখে সত্যিই অনেক খারাপ লাগে। সর্বনাশা বন্যা সবকিছু শেষ করে দিয়ে যায়। কবিতার লাইনগুলো হৃদয় ছুঁয়ে গেল।
হুম। প্রতিবারই বন্যায় আমাদের প্রচুর ক্ষয়ক্ষতি হয়।
ওয়াও ভাই আপনি চমৎকার অনু কবিতা লিখেছেন পড়ে অনেক ভালো লাগলো। আপনার কবিতার প্রতিটি লাইন পড়ে হৃদয় ছুঁয়ে গেছে আমার।
আসলে বন্যা আমাদের অনেক ক্ষতি করেছে। যাইহোক, ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ।
আমরা বাংলাদেশী,
পানির জলে ভাসি,
ঝড় বৃষ্টি বন্যা দেখে,
ভয়ে নাহি মরি ।।
ভাসছি বন্যায় ক্ষতি নেই,
আসছে ভরে সবার ত্রান,
বাঙালিরা সবাই এক,
বন্যার জন্য করছে ত্যাগ।।
ঝড় বৃষ্টির মাঝে সত্যিই অনেক ভয় লাগে। তবে কয়েকদিন আগে ফেনীর যে অবস্থা হয়েছিল এটা ভাবতেও খারাপ লাগে।
পানিপন্থী হাজার মানুষ,
খাবার সংকট তাদের।
কি করবে পায়না তারা জীবন যায় যে ডুবে।
কি হলো আজ দেশের অবস্থা,
পায় না খুঁজে তার ব্যবস্থা।
কি হবে ভাই ঘরে বসে,
এগিয়ে আসো সবাই সাহায্য করতে,
সবাই মিলে করব কাজ,
বন্যার বিপদ নিপাত যাক।
জলের স্রোতে ভাসছে ফেনী
যা আগে কখনো দেখিনি
প্রবল স্রোতে বইছে জলের ধরা
ফেনীবাসী হয়েছে দিশেহারা।
ক্ষুধার জ্বালা সইতে না পারি
হৃদয় যে সবার বড্ড ভারি।
ঘরের দুয়ারে পানির ঢেউ
ফেনীবাসী নিরাপদ নয়কো কেউ।
লাশ ভেসে যায় প্রবল স্রোতে,
ঘরে বাইরে শুধুই জল
পায়না খুঁজে মাটির তল।
বরুণদেব বলছে হেঁকে
দেখলে প্রিয় আমার কেমন রোষ
নিশ্চিন্তে আঘাত হানো
জর্জরিত হয় আমার সমস্ত কোষ
এখন যদি তল খোঁজ
কেমনে পাবে সুখের আলোকছটা
নিজেদের শুধরোও
আয়োজন কর প্রকৃতি প্রেমের ঘনঘটা।
ভাসছে শহর, বন্যার থামা নাই,
পথঘাট, বাড়ি সব ভেঙে গেছে,
পানির স্রোতে সব কিছু বিলীন,
মানুষের কপালে ঝুলে কান্নার ছায়া।
অসহায় দৃষ্টি, আশার আলো সোনালি,
মাথা তুলে দাঁড়াবে কবে আবার?
বেঁচে থাকার স্বপ্নের সুর বাজুক,
ফেনীর বুকে ফিরে আসুক শান্তির জল।
বন্যায় ভেসেছে পুরো শহর। ঘরবাড়ি ভেঙে গিয়েছে। মানুষ অসহায় হয়ে পড়েছে। হয়তো সবকিছু আবারও ঠিক হবে। আর নতুন আলোর সন্ধান পাবে তারা।
জলের তালে দুলছে ধরণী,
বন্যার স্রোতে ভেসেছে মন।
আকাশ কাঁদে, পৃথিবী থামে,
স্বপ্নগুলো সব যেন অচেনা ।
তবু আশার কিরণ হাসে দূর,
বাঁধা পেরিয়ে ফিরে আসি।
জীবন বন্যার স্রোতে ভেসেও,
নতুন আলোয় সান্ত্বনা পাই।
বানভাসি মানুষেরা আজ
ভাসছে বন্যার জলে।
হারিয়ে গেছে কত না প্রাণী
অথৈ জলের তলে।
দাঁড়িয়েছি আমরা সবাই আজ
সহযোগিতার হাত বাড়িয়ে,
সংকল্প ছিল সবার হৃদয়ে
মরতে হলে ও মরবো মোরা
একে অন্যকে জড়িয়ে।
অনেক চমৎকার অনু কবিতা লিখেছেন পড়ে ভালো লাগলো ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
জলে ভেসে যাচ্ছে মানুষ
যাচ্ছে ভেসে গবাদি পশু
চিন্তার রেখা কপালে ফুটেছে
বানভাসী সব মানুষের মাঝে।
বাঁচাতে হবে বানভাসীদের
এগিয়ে আসো সব জনতা
আশার আলো জ্বালাবো মোরা
বানভাসী সব মানুষের মনে।