You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২২৯

in আমার বাংলা ব্লগ14 days ago

ও মোর, জলরাশি;
তুই থামবি কবে বল?
তোর কারনে বন্দীদশা;
দেশ হইল যে অচল।

ওরে সর্বনাশা বন্যা;
তুই যাবি কবে বল?
তোর জন্য সব হইল গৃহহারা,
বালিকার চোখে জল।

Sort:  
 14 days ago 

বন্যা এসে ভাসিয়ে নিলো
দুচোখ ভরা স্বপ্ন,
বানভাসিদের সহযোগিতায়
দেশবাসী মগ্ন।
ধন্য হলো মানবতা
মনুষত্ব ও ধন্য।

 14 days ago 

বন্যার ভয়াবহতা দেখে সত্যিই অনেক খারাপ লাগে। সর্বনাশা বন্যা সবকিছু শেষ করে দিয়ে যায়। কবিতার লাইনগুলো হৃদয় ছুঁয়ে গেল।

 14 days ago 

হুম। প্রতিবারই বন্যায় আমাদের প্রচুর ক্ষয়ক্ষতি হয়।

 12 days ago 

ওয়াও ভাই আপনি চমৎকার অনু কবিতা লিখেছেন পড়ে অনেক ভালো লাগলো। আপনার কবিতার প্রতিটি লাইন পড়ে হৃদয় ছুঁয়ে গেছে আমার।

 12 days ago 

আসলে বন্যা আমাদের অনেক ক্ষতি করেছে। যাইহোক, ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ।