You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২২৯

in আমার বাংলা ব্লগ3 months ago

ও মোর, জলরাশি;
তুই থামবি কবে বল?
তোর কারনে বন্দীদশা;
দেশ হইল যে অচল।

ওরে সর্বনাশা বন্যা;
তুই যাবি কবে বল?
তোর জন্য সব হইল গৃহহারা,
বালিকার চোখে জল।

Sort:  
 3 months ago 

বন্যা এসে ভাসিয়ে নিলো
দুচোখ ভরা স্বপ্ন,
বানভাসিদের সহযোগিতায়
দেশবাসী মগ্ন।
ধন্য হলো মানবতা
মনুষত্ব ও ধন্য।

 3 months ago 

বন্যার ভয়াবহতা দেখে সত্যিই অনেক খারাপ লাগে। সর্বনাশা বন্যা সবকিছু শেষ করে দিয়ে যায়। কবিতার লাইনগুলো হৃদয় ছুঁয়ে গেল।

 3 months ago 

হুম। প্রতিবারই বন্যায় আমাদের প্রচুর ক্ষয়ক্ষতি হয়।

 2 months ago 

ওয়াও ভাই আপনি চমৎকার অনু কবিতা লিখেছেন পড়ে অনেক ভালো লাগলো। আপনার কবিতার প্রতিটি লাইন পড়ে হৃদয় ছুঁয়ে গেছে আমার।

 2 months ago 

আসলে বন্যা আমাদের অনেক ক্ষতি করেছে। যাইহোক, ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ।