আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৬২
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা
ভালোবাসা তো নদীর মতো, চুপচাপ বয়ে চলে,
মনের গভীরে ঢেউ তুলে নিঃশব্দে হৃদয়ে দোলে।
কখনো আনন্দে ঝরে, কখনো বেদনাতে ভাসে,
ভালোবাসা রঙিন স্বপ্ন, চোখে ঝিলমিল হাসে।
লেখকঃ
লেখকের অনুভূতি:
নদীর মতো শান্ত অথচ গভীর, ভালোবাসা কখনো আনন্দে, কখনো বেদনায় ভাসে; হৃদয়ের নিঃশব্দে ঝিলমিল স্বপ্ন হয়ে থাকে।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
ভালোবাসি বলেই তো
আজও তোমায় ভালোবাসি
শান্ত মনে কখনো বেদনার নিয়ে,
তোমার অপেক্ষায় থাকি,
নীরবতা বড্ড ভাবায়
ভালোবাসার রঙিন স্বপ্নগুলো কাদায়,
মিলাতে পারি না অনেক কিছু,
এ সময়ের ব্যবধানে,
রং তুলিতে স্বপ্নগুলো হৃদয়ে আঁকি।
0.20 SBD,
1.97 STEEM,
2.78 SP
ভালোবাসা মানেই রঙের মেলা
ভালোবাসা মানেই ফুলের ভেলা
ভাসতে ভাসতে মেঘ জমায় সুর
বজ্রহীন বৃষ্টি দেখে পেখম তোলে ময়ুর
রঙের ছটায় ঢেকে যায় মনের শরীর
ভালোবাসায় জেগে ওঠে দৃষ্টিহীন বধির
মন তখন মুখরিত
আকাশ বাতাস জাগরিত
ভালোবাসা ভালবাসা ভালোবাসা
ভালোবাসা মানেই পবিত্র অনুভূতি পোষা।
0.20 SBD,
1.97 STEEM,
2.77 SP
আপু অণু কবিতার বেশ দারুন লিখেছেন।
ভালোবাসা তো বালুচর, ঢেউ এসে ছুঁয়ে যায়,
মনের গভীর কোণে যেন সুখের ছোঁয়া ছড়ায়।
কখনো নীরব কথামালা, কখনো জোয়ার ভাটা,
ভালোবাসা বুনে হৃদয়ে অমলিন এক গাঁথা।
ভালোবাসা তো অরণ্য, ছায়া আর রৌদ্র মিলে,
জীবনের প্রতিটি ক্ষণে রঙের কাব্য বলে।
কখনো মায়ার বাঁধন, কখনো মুক্তির স্বপ্ন,
0.20 SBD,
1.96 STEEM,
2.76 SP
ভালোবাসা হৃদয়ের ঝিরঝির হাওয়া
কখনো হৃদয়ে বয়ে যায় গ্রীষ্মের উত্তপ্ত রোদে।
ভালোবাসা হৃদয়ের প্রশান্তি বয়ে যায়
শীতের শীতলতার হিমেলে।
ভালোবাসা কখনো সরব
হৃদয় রাঙিয়ে তুলে সুখে।
ভালোবাসা কখনো তিক্ততা
হৃদয়ের ঢেউয়ে গর্জন তুলে দুঃখে ।
ভালোবাসার রঙিন স্বপ্ন
হৃদয়ের আয়নাতে ভাসে।
ভালোবাসার ভাঙা তরী
মনের ঢেউয়ে ডুবে।
0.20 SBD,
1.95 STEEM,
2.75 SP
ভালোবাসা তো একলা চাদেঁর মতো, দূর থেকে
আলো দিয়ে যায়।
ভালোবাসা শুধু সোনালী রোদের মতো,
হৃদয়ে অনুভূতিতে উষ্ণতা ছড়ায়।
ভালোবাসায় ভালোবেসে বেধেঁ রাখে প্রিয়জনকে,
ভালোবাসার স্বপ্নে সাজাই শুধু তোমাকে।
0.20 SBD,
1.95 STEEM,
2.74 SP
ভালোবাসা তো চাঁদের আলো,
হৃদয়ে লাগে দোলা,
ভালোবাসা তো মধুর স্বপ্ন,
বয়ে বেড়াই সারাবেলা।।
ভালোবেসে কেউ হয়নি নিঃশেষ,
পেয়েছে সুখের দোলা,
ভালবাসি তাই জীবন দিয়ে,
এইতো সুখেরই মেলা।।
0.00 SBD,
0.00 STEEM,
0.00 SP
আমি শুধু চেয়েছি তোমায়,
আমার আপন করে।
আমি শতবার অপলক নয়নে,
হারিয়েছি তোমার ওই হৃদয় মাঝে।
আমি সহস্রবার তোমাতে হয়েছি বিলীন।
আমার ভালোবাসা তোমার জন্য আজও অমলিন।
ভাইয়া আপনার অনু কবিতা পড়ে খুব ভালো লাগলো।
প্রশান্তির আরেক রূপ,যার নাম ভালোবাসা
প্রেমিক মন বুকে নিয়ে বাচে অথৈ আশা।
প্রেমময় দুটি জীবন বয়ে চলে নিঃশব্দে,
অপেক্ষায় থাকে,জীবন কবে ভাসবে ভালোবাসার ছন্দে।
দুঃখ,কষ্টের সাগরে ভাসে মন,তবুও সুখের আশা করে;
এটাই তো ভালোবাসা নামে পরিচিত সকলের মাঝে।