You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৬২
ভালোবাসা তো চাঁদের আলো,
হৃদয়ে লাগে দোলা,
ভালোবাসা তো মধুর স্বপ্ন,
বয়ে বেড়াই সারাবেলা।।
ভালোবেসে কেউ হয়নি নিঃশেষ,
পেয়েছে সুখের দোলা,
ভালবাসি তাই জীবন দিয়ে,
এইতো সুখেরই মেলা।।