আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২২৭
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা
মনুষ্যত্বের খোঁজে চলি পথে পথে,
আঁধারে আলো খুঁজি মনের গভীরে।
মানবিকতার আলো যেখানে জ্বলে,
সেখানেই খুঁজে পাই জীবনের মর্মরে।
নির্মল হৃদয়ে ভালবাসার তৃষ্ণা,
সহানুভূতির স্পর্শে মেটাই মনুষ্যত্বের পিপাসা।
ভেদাভেদ ভুলে মিলনের মন্ত্র,
মানুষের মাঝে খুঁজি মানবিকতার কেন্দ্র।
লেখক
লেখক এর অনুভূতি:
মানুষের জীবন ও মানবিকতার সন্ধানে আমরা পথ চলি। হৃদয়ে ভালোবাসা ও সহানুভূতির স্পর্শে মানবিকতা খুঁজি, ভেদাভেদ ভুলে মিলনের মন্ত্রে প্রাণ খুঁজি।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
মনুষ্যত্বেকে খুঁজে খুঁজে আজ আমি ক্লান্ত
মনুষ্যত্বে হারিয়ে গেছে দূরের কোন দিগন্তে
জীবনের মর্ম সেখানেই খুঁজে পাই,
মানবিকতার আলো যেখানে যথার্থ।
ভালোবাসা আজ এই হৃদয়ে বিয়োগান্ত
তবু ও খুঁজি তাহা মনুষ্যত্বের মাঝেই,
মিলেমিশে খুঁজি সবাই ভালোবাসার সুখ
মানুষেরই মানবিকতায় ভরি এই বুক।।
ধরে নাও অন্ধকার একটি ভ্রম —
এবার চোখ খোল
গভীর রাতেও আলো জ্বলে
শক্তি জ্বলে
তোমার ভেতর, আমার ভেতর
ব্রহ্মান্ডের কোণায় কোণায়
দেখতে পাচ্ছো?
আলো— আলোকিত কাল, আলোকিত ক্ষয়।
মনুষ্যত্বে জং ধরেছে
ঝড় বৃষ্টি রোদ, অবহেলায় অযত্নে...
আর তুমি মিলনের কথা বলছ?
নাকি পাওয়ার কথা? নাকি কর্মের কথা?
পথ সকলের, তোমার মহাকাশ প্রমাণ আলো ছড়িয়ে যাও
প্রতিটা হোঁচটের আগে
আরও অনেক আলো রাস্তা দেখানোর পথে দাঁড়িয়ে আছে৷
আসলেই দিদি অন্ধকারকে ভ্রম ধরে নিতে হবে। আপনার অনু কবিতা পড়তে অনেক বেশি ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ দিদি আপনাকে।
সাহারার ওপাশে, যেখানে আলো নেই,
সেখানেও কেউ অভুক্ত নেই।
আমাজনের গহীনে, যেখানে শিক্ষা নেই,
সেখানেও কেউ গৃহহীন নেই।
এটলাস দ্বীপে, যেখানে বাহন নেই,
সেখানেও কেউ একা নেই।
তোমার মন, আমার মন, যেখানে মনুষ্যত্ব নেই,
তাকে মানুষ বলতে নেই
বাহ্ ভাই আপনার অনু কবিতাটি আমার কাছে চমৎকার লেগেছে। প্রতিটি লাইন অনবদ্য হয়েছে কবিতাটি পড়ে হৃদয় ছুঁয়ে গেল।
মনটা ভালো করে দিলেন প্রশংসা করে। ধন্যবাদ ভাই।
মানবতা আসুক ফিরে
আমাদের সকলের ঘরে ঘরে,
স্বার্থের পিছুটানি মানুষের হৃদয়
অন্ধকারে ঘিরে নিয়েছে আলোকিত মন,
অন্ধকার কাটবে নতুন প্রভাত আসবে,
সকল ভেদাভেদ ভুলে ,
মানবিকতার আলো জ্বেলে
সবার পাশে থেকে,
মানুষ মানুষের জন্য হোক
মানবিকতার কেন্দ্র ।
মানবতা যদি আমাদের সকলের ঘরে ঘরে ফিরে আসে তাহলে তো পৃথিবীটা সুন্দর হয়ে যাবে। অনেক চমৎকার লিখেছেন পড়ে ভালো লাগলো।
মানবতার সন্ধানে নেমেছি পথে পথে,
আলোর খোঁজে ঘুরে ফিরে অন্ধকারের মাঝে।
ভালোবাসার ছোঁয়ায় গড়ি মানবিকতার ব্রত,
মিলনের সুরে বাজে মনের অন্তরে।
শান্ত হৃদয়ে ছড়াই সহানুভূতির বাণী,
মনের আকাশে জ্বলে মানবিকতার আলো।
ভুলে থাকি ভেদাভেদ, পাড়ি দেই বন্ধুত্বের পথ,
মানুষের অন্তরে খুঁজি সত্যিকার প্রেমের মূল।
এজ ইউজাল, সেরা! তাই নতুন করে আর প্রশংসা করলাম না আপু।
অনুপ্রাণিত হলাম ভাইয়া 🙏🙏
আমরা আরও চাই। ✌️
মানবতার তরে রাখিলে হৃদয়,
খুঁজিয়া পাবে তুমি,
আলো আর অভয়,
কাটিবে তোমার হৃদয়ে সংশোয় ।।
তাই বলি এসো হে দলে দলে,
মানবতা বিলাই ফেরি করে,
মুছে যাক গ্লানি আর অপরাধ,
আমরা গড়ি ভাই নতুন সমাজ।।
সনেট কবিতায় ভাবের যে বিষয় থাকে, সেটা লক্ষ্য করলাম। যদিও আপনারটা সনেট না। কিন্তু এই মিলটা পেলাম।
আর মূলভাব খুবই সুন্দর ছিলো।
মানুষের মানুষের সকল ভেদাভেদ ভুলে,
একই সাথে চলবো মোরা কাঁধে কাঁধে রেখে।
সকলকে সাথে নিয়ে গর্ব মোরা,
সুন্দর এই সমাজটাকে।
তাইতো মোরা পথ চলবো,
সকল ধর্মের মানুষ একসাথে মিলে।
সমাজটাকে আলোকিত করব,
আমরা সবাই মিলে।
অবশ্যই আমাদের সবার উচিত সবাইকে ভালোবাসা সবাইকে সাথে নিয়ে একসাথে চলা। মানুষ মানুষের জন্য এ কথাটি আমাদের সবসময় মনে রাখতে হবে।
মানবতার রাষ্ট্র মোরা গড়বো যে কবে,
সব মানুষ ভাই ভাই ,স্লোগান কে দিবে?
সবার উপরে মানুষ, সবাই একাকার হয়ে,
ভেদাভেদ ভুলে মানবতাকে এগিয়ে নিয়ে যাবে।
মানবতার জয়গান কবে, থাকবে সবার মুখে?
সবার পাশে থাকবে সবাই সুখে ও দুঃখে,
ভেদাভেদ ভুলে সবাই একে অন্যকে নিবে বুকে,
মানবিক সমাজ নিয়ে থাকবে সবাই সুখে।
এমন একটি সমাজের প্রত্যাশায় আমরা।
রাতের আকাশে ঝিকিমিকি তারা,
নীরবতায় মিশে যায় হারানো সুর,
একাকী পথের ধারে বসে থাকি,
মনের কথা ভেসে ওঠে কল্পনায়
স্মৃতির আড়ালে লুকানো মুখ,
ভালোবাসার ছোঁয়ায় জাগে আশা,
জীবনের পথে হেঁটে হেঁটে খুঁজি,
সেই হারানো দিনের ভালোবাসা।
বাহ্ ভাই আপনার অনু কবিতাটি পড়ে খুব ভালো লাগলো। অনেক সুন্দর একটি অনু কবিতা লেখার জন্য আপনাকে ধন্যবাদ।
আপনাকেও অনেক ধন্যবাদ আমার অনু কবিতাটি মন দিয়ে পড়ার জন্য।
স্বার্থের এই দুনিয়ায় মনুষ্যত্ব ,আজ বলি হয়েছে অর্থের প্রলোভনে।
তাসের ঘরে জমছে মোহর মিথ্যা এই শহরে।
ভুলের মাঝে তার সব বিস্মৃতিতে ঢাকা।
তবু দেখি সেই স্মৃতি আজো এক জন্ম দাগে আঁকা।
অনেক নিবিড় কোনো ঘুমভাঙা রাতে,
যার তরে অন্ধ প্রণয় ।
প্রতিদিনের তরে আগামীর কাছে সেই রাখে প্রত্যয় মানুষের মুখোমুখি হতে।
গভীর গভীর সীমাহীন দীর্ঘ ব্যর্থ মানুষের বুকে।