You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২২৭
মনুষ্যত্বের খোঁজে চলি পথে পথে,
আঁধারে আলো খুঁজি মনের গভীরে।
মানবিকতার আলো যেখানে জ্বলে,
সেখানেই খুঁজে পাই জীবনের মর্মরে।
নির্মল হৃদয়ে ভালবাসার তৃষ্ণা,
সহানুভূতির স্পর্শে মেটাই মনুষ্যত্বের পিপাসা।
ভেদাভেদ ভুলে মিলনের মন্ত্র,
মানুষের মাঝে খুঁজি মানবিকতার কেন্দ্র।
মনুষ্যত্বেকে খুঁজে খুঁজে আজ আমি ক্লান্ত
মনুষ্যত্বে হারিয়ে গেছে দূরের কোন দিগন্তে
জীবনের মর্ম সেখানেই খুঁজে পাই,
মানবিকতার আলো যেখানে যথার্থ।
ভালোবাসা আজ এই হৃদয়ে বিয়োগান্ত
তবু ও খুঁজি তাহা মনুষ্যত্বের মাঝেই,
মিলেমিশে খুঁজি সবাই ভালোবাসার সুখ
মানুষেরই মানবিকতায় ভরি এই বুক।।