আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৪৭
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা
ভালো থেকো তোমরা সবে
বিদায় নিলাম আমি,
মনের ভিতর কালবৈশাখী
জানেন অন্তর্যামী।
এই জীবনে হারিয়েছি
অনেক প্রিয়জন,
হারাতে হারাতে শক্ত হৃদয়
কঠিন হয়েছে মন।
লেখিকা
লেখিকার অনুভূতি:
কবিতাটির মূলভাব হলো, বিদায়ের মুহূর্তে লেখক একটি বিষণ্ণ অনুভূতি ব্যক্ত করেছেন। প্রিয়জন হারানোর ফলে তিনি শক্ত ও কঠিন হয়ে গেছেন, কিন্তু এই হারানোর বেদনা তার মনে একটি গভীর কালবৈশাখীর মতো। জীবনের অনিশ্চয়তা ও ক্ষতির কারণে তাঁর অন্তরে দুঃখের সমাহার রয়েছে। বিদায় নিয়ে তিনি তাঁর অনুভূতি ও কঠিন বাস্তবতার প্রতি ইঙ্গিত করেছেন।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
এখন আমার যাবার পালা,
সাঙ্গ হচ্ছে জীবন খেলা,
আমার ফুরিয়ে গেল বেলা,
যাবে থেমে পথ চলা।
কিন্তু আমি ভীত না,
সয়েছি শত যন্ত্রণা,
আপন বলে কেউ থাকলো না,
এখন আর কষ্ট লাগেনা।
সুখে থেকো ভালো থেকো
তুমিই প্রিয়জন,
মনের ভেতর দুঃখ আমার সর্বক্ষণ।
একা ছিলাম ভালো ছিলাম
ছিল না কোন আয়োজন,
প্রিয়জন হারানোর ব্যথা
এখন হৃদয়ে সর্বক্ষণ,
কষ্টে ঘেরা জীবন আমার
স্মৃতিমুখর দিনগুলোতে সুখ,
হারাতে হারাতে হৃদয়ে হয়েছে ক্ষত
অনুভূতি ও আবেগের নেই কোন মূল্য ।
ছন্দ গুলো অটুট থাক
হয় না যেন পতন,
অণু কবিতার মাত্রা গুলো
করে রেখো যতন।
একা করে হারিয়ে যাবে,
সকল প্রিয়জন।
কষ্ট ভরা মন নিয়ে,
থাকতে হবে আমাকে সবার মাঝে,
হাসিমুখে সারাক্ষণ।
তবুও আমি মনে করি,
সেই স্মৃতিময় দিনগুলো।
হাজারো কষ্টের মাঝেও,
শান্তি লাগে ওপারে সুখে থাকবে,
সেই প্রিয়জন গুলো।
বজ্রকঠিন অন্ধকারে হারিয়ে গেছ তুমি
তাও কখনো পর করিনি সাধের তৃণভূমি
সকল রকম ঘাস বিছানো হৃদয় কুঞ্জবনে
দাঁড়িয়ে আছি শক্ত মাঠে, লৌহকঠিন মনে
হারিয়ে গেলে দিন ফুরিয়ে নামুক নাহয় রাত
তখন গভীর অন্ধকারে ভীষণ বৃষ্টিপাত
কষ্ট থেকে হয়ত মনেই বাছবো রঙিন ফুল
সেদিন কিছু চেয়েছিলাম, নেহাত মনের ভুল।
শান্ত আলোর মাঝে খুঁজে
পেলাম আমি তোমায়
তৃণভূমির উষ্ণতা যে
বুকে রেখেছি জমায়।
সকল রঙিন ফুলে ভরা
হৃদয় কুঞ্জবনে
দাঁড়িয়ে আছি মলিন মাঠে,
বিষন্নতা মনে।
হারিয়ে গেলে রাতের আঁধার,
দিন উজ্জ্বল হোক
আলোর মাঝে বৃষ্টির নৃত্য
দেখবে সকল লোক।
কষ্টে নয়, খুঁজে পাবো
হারিয়ে যাওয়া স্মৃতি,
শুনতে পাবো নতুন করে
পুরোনো সেই গীতি।
আহা আহা৷ অসাধারণ।
বিদায় বেলায় অশ্রু ঝরে,
মুক্তি! বিদায় বন্ধুত্ব তরে !!
ভালো থেকো তোমরা সবে।
বিদায় নিলাম আমি তবে ,
মনের ভিতর কালবৈশাখী ঝড়ে।
এই জীবনে হারিয়ে গলো,
অনেক প্রিয়জন।
হারাতে হারাতে শক্ত হৃদয় ,
কঠিন হয়েছে মন।
কিছুর অস্তিত্ব নেই যেনো আজ,
নেইকো কোনো মান অভিমান ।
সময় হলো অনেক এবার এ,
সমুদ্র হয়েছে বিরামহীন সমান ।
মায়া বেড়ে কি করে থামাবে ,
বিদায়ের হৃদয়ে তোলপাড় দোলে ৷
নতুন করে স্বপ্ন গড়ি
হারানো ভালোবাসার মাঝে,
বেদনাকে সঙ্গী করে
জীবনের পথে হাঁটতে পারি।
কষ্টের ছায়া, বেদনার রেশ
ছড়িয়ে পড়ে মনের কোণে,
আলোর খোঁজে আমি পাড়ি
নতুন ভোরের আশায়, যেন নতুন সঙ্গী।
বাঁচতে শেখায় সময়ের করুণ
বেদনা নিয়ে কিছু স্মৃতি,
হারানোর ভেতরেই যেন
আছে জীবনের অমূল্য দীক্ষা।
বিষন্ন মনটা হতাশায় কাতর।
অতি কষ্টে মনটা আমার,হয়ে গেছে পাথর।
ছলনার বেড়াজালে, যেন বন্দী আমি।
কত ব্যাথা মনে লুকানো,মন অন্তর্যামী।
সবার জীবন হোক উৎফুল্ল এই প্রার্থনা করি,
সবার থেকে নিলাম বিদায় এক অভাগা আমি।
হৃদয়ে ঝরছে অথৈই কষ্টের ধারা,
জানেন ঐ আমার খোদা তায়ালা।
ক্ষুদ্র এই জীবন যুদ্ধের অল্প সময়ে,
আঁধারে হারিয়েছি অনেক আপন মানুষকে।
না পাওয়ার বেদনায় হৃদয় আজ বড়ই সিক্ত,
সব হারানোর শোকে হৃদয় আজ বড়ই শক্ত।
চমৎকার লিখেছেন পড়ে মুগ্ধ হলাম।
হবে আর দেখা কোনদিন
শুধু রয়ে যাবে স্মৃতি গুলো।
তোমায় হারানোর ব্যাথায়,
মোর হৃদয় ভেঙ্গে যায়।
যেতে নাহি মন চায়
তবু ও যেতেই হয়।
দুঃখ ভরা স্মৃতি গুলো
মনের কোণে উঠে ভেসে।
তোমাদের সকলের জন্য রইলো অশেষ ভালোবাসা,
বিদায় জানাই আজকে আমি কাঁপিয়ে অন্তর খাঁচা।
এই পথে চলতে গিয়ে হারালাম কতজন,
চিনেছি জীবন, পেয়েছি ব্যথা নিভে গেছে মন।
হারিয়ে যেতে শিখেছি আমি অশ্রুর জলে ভিজে,
কঠিন হৃদয় নিয়ে আজ দাঁড়াই বিদায়ের সীঝে।
জীবন যেন এক ঝড়ের মাঝে নতুন পথের খোঁজ,
তবু রেখে গেলাম স্মৃতির টানে শান্তির একরাশ বীজ।