You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৪৭

in আমার বাংলা ব্লগ21 days ago

বজ্রকঠিন অন্ধকারে হারিয়ে গেছ তুমি
তাও কখনো পর করিনি সাধের তৃণভূমি
সকল রকম ঘাস বিছানো হৃদয় কুঞ্জবনে
দাঁড়িয়ে আছি শক্ত মাঠে, লৌহকঠিন মনে
হারিয়ে গেলে দিন ফুরিয়ে নামুক নাহয় রাত
তখন গভীর অন্ধকারে ভীষণ বৃষ্টিপাত
কষ্ট থেকে হয়ত মনেই বাছবো রঙিন ফুল
সেদিন কিছু চেয়েছিলাম, নেহাত মনের ভুল।

Sort:  
 21 days ago 

শান্ত আলোর মাঝে খুঁজে
পেলাম আমি তোমায়
তৃণভূমির উষ্ণতা যে
বুকে রেখেছি জমায়।

সকল রঙিন ফুলে ভরা
হৃদয় কুঞ্জবনে
দাঁড়িয়ে আছি মলিন মাঠে,
বিষন্নতা মনে।

হারিয়ে গেলে রাতের আঁধার,
দিন উজ্জ্বল হোক
আলোর মাঝে বৃষ্টির নৃত্য
দেখবে সকল লোক।

কষ্টে নয়, খুঁজে পাবো
হারিয়ে যাওয়া স্মৃতি,
শুনতে পাবো নতুন করে
পুরোনো সেই গীতি।

 21 days ago 

আহা আহা৷ অসাধারণ।