আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৪৩
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা
সময় বড্ড বেশী অচেনা হয়ে যাচ্ছে
কথাগুলো বড্ড বেশী একলা হয়ে যাচ্ছে,
আলো-আঁধারে ঘেরা এই শহরের মাঝে
হৃদয়টা দিন দিন নিঃসঙ্গ হয়ে যাচ্ছে।
কাছাকাছি কত সহস্র মানুষের উপস্থিতি
তবুও কেউ কারোর কাছে নেই,
একই সীমানায় বসবাস করেও
অনুভূতি প্রকাশের সুযোগ নেই।
লেখক
লেখক এর অনুভূতি:
সময় এবং প্রযুক্তি দিন দিন আমাদের পরস্পর হতে বিচ্ছিন্ন করে দিচ্ছে, সম্পর্কগুলোর মাঝে একটা অদৃশ্য দেয়াল তৈরী করে দিচ্ছে, পাশাপাশি থেকেও আজ পরস্পর বিচ্ছিন্ন-অনুভূতিগুলো নিঃসঙ্গ।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
সম্পর্কের রইল বাঁধন, কিন্তু কতই একা
জীবন থেকে জীবন বোধের একাকীত্ব দেখা।
মানুষ আছে কতই পাশে তবুও জগৎ জুড়ে
তুমিও তখন হাঁটছ কতই দূরে অনেক দূরে
প্রাণের গায়ে খুলছে বাঁধন, বাজছে মলিন সুর
তোমার এবং আমার মধ্যে একলা সমুদ্দুর।
অনেক সুন্দর হয়েছে ভাই, ভীষণ ভালো লেগেছে লাইনগুলো।
হাফিজ ভাই৷ আপনার ভালো লাগা আমার কাছে প্রাপ্তি। অনেক খুশি হলাম৷
সম্পর্কের দোরে বাঁধন রয়ে গেছে,
তবুও কত দূরে জীবনের পথে
একাকীত্বের ছায়া পড়ে।
মানুষের ভিড়ে নেই তোমার সঙ্গ,
আমি একা, এই বিশ্বময় তবুও
তুমি আছো একেবারে আঁধারে।
প্রাণের মাঝে যেন খুলছে নতুন এক গীতি,
তোমার আর আমার মাঝে দূরত্বের
মিছিল বেঁধে, সাহসের বাতাসে
ভাসে প্রতিধ্বনি, জাগছে ব্যথা,
তবুও হৃদয়ে হারিয়ে গেছে এ
কলা সমুদ্দুরের চাঁদ।
একাকীত্ব সত্যি অনেক ভয়ঙ্কর। একাকিত্বের মাঝে আমরা জীবনের অফুরন্ত আঁধারগুলো খুঁজে পাই। কখনো বা একাকিত্বের ভিড়ে আঁধার জীবন আমাদেরকে ঘিরে ধরে। অসাধারণ লিখেছেন আপু।
আসলে একাকীত্ব আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দেয়। অনেকদূর এগিয়ে দেয়। বাস্তবতার মুখোমুখি পৃথিবীকে চিনতে শেখায়। আর তাই আমি গভীর ভাবে একাকীত্বকে উপভোগ করি।
পরিচিত মুখগুলো আজ অপরিচিতদের খাতায়
সময়গুলো মিশে যাচ্ছে প্রযুক্তিদের বাহানায়,
একাকী জগতের দিকে দুনিয়া ঝুঁকছে
পুরোনো জমজমাটের আড্ডাখানারা আজ হারাতে বসেছে।
কত চেনা মানুষেরা অচেনাদের ভিড়ে মিশে
সবাই যেন নির্বিকার এক বন্দিদশার স্রোতে,
সংলগ্ন থেকেও সবাই যেন বহুদূর
অনুভূতিরা মাথা ঠুকছে,বাজছে একাকিত্বভরা সুর।।
সময় বড্ড চেনা হয়ে উঠছে,
কথাগুলো মিলে মিশে যাচ্ছে,
আলো-আঁধারে আলো এসে জ্বলে,
হৃদয়টা দিন দিন খুঁজে নিচ্ছে বন্ধুত্ব।
আসুক আরেকটি নতুন সূর্য,
ভালোবাসার নতুন সুরে বাজুক গীতি,
অন্ধকারের ভেতরেও হাসির ছোঁয়া,
নিঃসঙ্গতা কাটিয়ে উঠে আসুক প্রাণ।
সম্পর্ক যত হচ্ছে সবই ফিকে
খেলনা মোহ ছাইছে দিকে দিকে
তুমিও আছো আমিও আছি
তবুও মাঝে চুপ-নদী
আঙুলগুলো ব্যস্ত বড়
মুখের দিকে তাকায় যদি
পৃথিবীও হাসবে সুখে
জানবে প্রানগুলো সব আজও সুখী।
সম্পর্ক যত গভীর হচ্ছে, ততোই
সবকিছু উজ্জ্বল, খেলনার মোহ
ছড়াচ্ছে দিক থেকে দিক।
তুমিও আছো, আমিও আছি,
মাঝে চুপ-নদী এখন গর্জন।
আঙুলগুলো অবিরত মেলে,
মুখের দিকে তাকালে যদি,
পৃথিবীও হবে বিষণ্ণ,
জানবে প্রাণগুলো আজও একা।
সময় যেন আজ দূরে সরে যাচ্ছে
হারিয়ে যাচ্ছে চেনা জানা কথাগুলো
ইট পাথরের এই চার দেয়ালে
মানুষগুলো কেমন পাষণ্ড হয়ে যাচ্ছ।
মানুষে মানুষে ঘেষা ঘেষি
তবুও যেন কেউ কার ও না,
একই রক্তে গড়া মোরা সবাই
হাত বাড়ালে কাউকেই না পাই।
আজকাল নিসঙ্গতাও স্বার্থপর,
নিসঙ্গতাও যেন কোলাহল খোঁজে,
খোঁজে একটু প্রশান্তি,
আর পেতে চায় আলো আর উজ্জ্বলতা।।
কিন্তু সময়, সময় তো বড্ড খারাপ,
চারদিক এখন নিস্তব্দতায় ছেয়ে গেছে,
মনের চাওয়া গুলোও ভুলে গেছে,
নতুন করে বায়না ধরতে ।।
সত্যি আপু নিঃসঙ্গতা অনেকটা স্বার্থপর হয়ে গেছে। সেই নিঃসঙ্গতাও এখন কোলাহল খুঁজে বেড়ায়। অসাধারণ লিখেছেন আপু। কবিতার লাইন গুলোর মাঝে হারিয়ে গিয়েছিলাম।
আমিও। আপনি কই ? কত দিন কথা হয় না।
শব্দেরা আজকাল অর্থহীন মনে হয়
মনের কথা বলার কেউ যেন আর নেই,
দূরত্বগুলো বেড়ে চলেছে প্রতিদিন
অদৃশ্য এক দেয়াল আমাদের ঘিরে রয়েছে।
প্রতীক্ষা করি যদি কেউ খোঁজ নেয়
একটি কথাতেই হয়তো সব বদলে যায়,
তবুও নীরবতার ভারে চাপা পড়ে থাকি
কারো স্পর্শে মন খুলে আর কথা বলা হয় না।
সত্যি ভাইয়া সময়ের সাথে সাথে সবকিছুই অর্থহীন হয়ে যায়। মনে হয় যেন অদৃশ্য চার দেয়াল নিজেকে ঘিরে রেখেছে। আর সেই চার দেয়ালের মাঝে চাপা পড়ে বড্ড অসহায় লাগে। দারুণ লিখেছেন ভাইয়া।
সম্পর্ক ও ভালোবাসা হচ্ছে ছিন্ন
আনন্দ ও অনুভূতির আবেগি মন
সময় ও প্রযুক্তির বেড়াজালে
বিচ্ছিন্ন করে একলা আঁধারে,
সম্পর্কের মাঝে যত ব্যবধান
খুঁজে পাই না এখন
সেই আলোর প্রান।
অনুভূতির নেই কোন মূল্য
বাঁধন গুলো হয়ে যাচ্ছে ছিন্নভিন্ন ।
তবু আশায় বুক বাধি
আবার যদি ফিরে পাই,
সেই আগের মত জীবনখানি ।
জীবনের অনুভূতিগুলো সব সময় ভালোবাসা খুঁজে। হয়তো নতুন আশায় বুক বাঁধে। কখনো বা শূন্য হাতে ফিরে আসে। অসাধারণ লিখেছেন আপু।
চেনা সময় গুলো আজ বড্ড অচেনা অভিমানে
প্রিয় কথাগুলো আজ বেশ অসহায়ের অভিধানে,
ইট পাথরের আলো আঁধারের রঙ্গমঞ্চের মাঝে
হৃদয়টা আজ দিন দিন নিঃসঙ্গ শূন্যতার ব্যাপ্তিতে।
পাশাপাশি হাজারো মানুষের সমাগম
তবুও কেউ কারো হৃদয়ের আপন হয় না।
একই পরিসরে সহাবস্থান করেও
কেউ কারো হৃদয়ের অনুভূতি শুনার সময়
হয় না।
চেনা সব কিছুই হয়ে যাচ্ছে অচেনা
অনেক কিছুই যেন রয়ে গেল অদেখা,
উজ্জ্বল এই সোনালী দিনের আঁশে
ডুবে যাচ্ছি আঁধারের ঘন নীড়ে।
কোলাহলপূর্ণ এই জনসমুদ্রে
একলা একা লাগছে এই আমাকে,
আছি সবাই একই গণ্ডিতে
তাও সবাই বড্ড অচেনা যে।