You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৪৩

in আমার বাংলা ব্লগ2 months ago

সম্পর্ক ও ভালোবাসা হচ্ছে ছিন্ন
আনন্দ ও অনুভূতির আবেগি মন
সময় ও প্রযুক্তির বেড়াজালে
বিচ্ছিন্ন করে একলা আঁধারে,
সম্পর্কের মাঝে যত ব্যবধান
খুঁজে পাই না এখন
সেই আলোর প্রান।
অনুভূতির নেই কোন মূল্য
বাঁধন গুলো হয়ে যাচ্ছে ছিন্নভিন্ন ।
তবু আশায় বুক বাধি
আবার যদি ফিরে পাই,
সেই আগের মত জীবনখানি ।

Sort:  
 2 months ago 

জীবনের অনুভূতিগুলো সব সময় ভালোবাসা খুঁজে। হয়তো নতুন আশায় বুক বাঁধে। কখনো বা শূন্য হাতে ফিরে আসে। অসাধারণ লিখেছেন আপু।