আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৮৫
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা
আসিবে বলিয়াও আসিলো না,
ফিরিবে বলিয়াও ফিরিলো না।
বরষার জলে ভিজিলাম আমি,
আমার ব্যাথা সে বুঝিলো না।।
লেখক
লেখক এর অনুভূতি:
বর্ষার জল কান্নার জলকে ছাপিয়ে যায়। ব্যাথা অনুভব না করলেও বর্ষা কান্না লুকিয়ে দিতে সাহায্য করে।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
বর্ষার জলে ভিজিলাম সারা দিন
জ্বর আসলো একশো তিন।
কাছে আসিবে বলিয়াও আসিলে না,
আমার কষ্টের নেই কোনো গভীর সীমানা,
এ কষ্ট তুমি আর বুঝিলে না।
আকাশে তারা দেখি আমি রাতে
আমার হৃদয়ে অগ্নি জ্বলে,
আমার প্রেমের পথে নেই তুমি
পাথরের মতো শক্ত হয়ে উঠেছি আমি।
আসি আসি বলেও তুমি
এলে না তো ফিরে,
কত ভালোবাসি তোমায়
দেখাবো বুক চিরে।
তোমার জন্য পথের ধারে
বৃষ্টি জলে ভিজে,
সর্দি-কাশি জ্বরে এখন
ভুগছি আমি নিজে।
কথা দিয়ে রাখনি কথা
ভাংলে আমার মন,,
এই জীবনে এখনো যে
তোমার প্রয়োজন।
♥♥
উষ্ণতম দিনে মুষলধারে বৃষ্টিতে ভেজা দুজনে,
ঠান্ডা হাওয়ায় জুড়িয়ে মন কোমল ছোঁয়া পেয়ে,
ছাতা নাই বা থাকুক আমার বুকে মাথা রাখবে,
বৃষ্টিতে প্রেম ভিজবে আরো একটু সময়অবসরে।
বৃষ্টির ধারা ছুঁয়ে যাবে তোমার ঠোঁটের উষ্ণতা,
ভিজে শাড়ির আঁচলে ঢাকো নিজেকে লজ্জায়,
বর্ষার সঙ্গে প্রেম কেন নিবিড় সম্পর্কে জড়ায়,
বৃষ্টির ফোঁটা আগুনের ফুলকি বুকে জ্বালাধরায়।
বহু বর্ষা এল গেল,
কই তুমি তো এলে না?
ফিরবে বলে কেনো তুমি,
আজও ফিরলে না।
বুকের ভেতর জমানো ব্যাথা
কষ্ট হয়ে ঝরে।
বৃষ্টির ফোঁটার মাঝে তাই,
কান্না লুকাই বারে বারে।
বর্ষার মাতাল হাওয়ায় হৃদয়ে উঠেছে ঝড়
বদলে গেছে সময় আর তুমি হয়েছো পর
তোমার প্রতীক্ষায় কাটে দিন
বড্ড শূন্য এই হৃদয় প্রিয় তুমিহীন
আকাশের কান্না বর্ষা হয়ে ঝড়ে
আমার দু চোখের কান্না
প্রিয় শুধু তোমার তরে।
বৃষ্টির জলে লুকাতে চাই কান্না
মুছে দিতে চাই হৃদয়ের গ্লানি
হঠাৎ করে কেঁদে ওঠে মন
আর বলতে ইচ্ছে করে
ভালোবাসা তুমি বড্ড অভিমানী।
অপেক্ষার তরী ফুরায়ে গেল নিঃশেষ উদ্মাদনায়,
নবপ্রভাতে ফুটিল ফুল শুধু ব্যাকুলতায়।
বারিধারায় হলাম আমি সিক্ত,
আমার অপেক্ষার ঝুলি এখনো রিক্ত।।
অপেক্ষার উচ্ছ্বাসিত প্রহরগুলো;
একে একে সব হইল শেষ,
তবুও তোমার মিললো না দেখা সখি;
এটাই যদি হয় ভালোবাসার পরীক্ষা,
তাহলে তা মাথা পেতে নিলাম বেশ।
বর্ষার জলে ধুয়ে গেল সব কান্না;
মাঝ সমুদ্রে ডুবলো প্রেমের তরী,
ভালোবাসা তুমি বুঝলে না সখি;
হলাম আমি দিকবিদিক শূন্য, হারালাম পথ,
এখন আমি কাকে আঁকড়ে ধরি..!
আসিবে বলিয়াও আসিলো না,
ফিরিবে বলিয়াও ফিরিলো না।
বরষার জলে ভিজিলাম আমি,
আমার ব্যাথা সে বুঝিলো না।।
আমাকে ছেড়ে যেতে চাও, যেয়ো আমি আর কোন শক্তিতে বেঁধে রাখবো তোমায় ? মনই যখন ছেড়ে গেছে অন্য কোথাও অন্য জন্যে শরীরটা পতিত জমির মতো মিছে মিছে কেন আর ধরে রাখাবো!
ভালোবাসিবো বলিয়াও বাসিলো না
কাছে আসিবো বলিয়াও আসিলো না
হৃদয়ের যাতনায় মুমুর্ষ আমি
বুঝিলো না, পাষাণী বুঝিলো না।
আসবে বলে এলে না তুমি
ফিরলে না তো ঘরে,
তুমি বিহনে বন্ধু আমি
যাব বুঝি মোরে।
বৃষ্টি ভিজে দাঁড়িয়ে আছি
ছাতা হাতে নিয়ে,,
আসলে তুমি করে নিবো
তাড়াতাড়ি বিয়ে।