You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৮৫
বর্ষার জলে ভিজিলাম সারা দিন
জ্বর আসলো একশো তিন।
কাছে আসিবে বলিয়াও আসিলে না,
আমার কষ্টের নেই কোনো গভীর সীমানা,
এ কষ্ট তুমি আর বুঝিলে না।
আকাশে তারা দেখি আমি রাতে
আমার হৃদয়ে অগ্নি জ্বলে,
আমার প্রেমের পথে নেই তুমি
পাথরের মতো শক্ত হয়ে উঠেছি আমি।