আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১৭১
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা
হয়তো প্রতিদিন কিছু কিছু ইচ্ছেরা মরে যায়,
অযত্নে কিংবা অবহেলায়...
প্রতিদিন হয়তো তোমার লালিত স্বপ্ন ভেঙে যায়
নিঠুর বাস্তবতায়....
তবুও তুমি কভু হেরো না কো বন্ধু,
হৃদয়ে রেখো বল।
পরিশ্রম করে, লড়াই করে একদিন ঠিকই
তুমিও হবেই সফল।
লেখক
লেখক এর অনুভূতি:
প্রতিদিন মানুষের অনেক ইচ্ছে, লালিত স্বপ্ন কিংবা আশা ভেঙে যায় নিষ্ঠুর বাস্তবতার কাছে। লড়াই করতে করতে ক্লান্ত হয়েও অনেক লড়াকু মানুষ ও এক সময়ে হয়তো ক্লান্ত হয়ে ভেঙে পরে৷ তবে যে কোন পরিস্থিতি তেই সবসময় সাহস ধরে রাখতে হবে। নিজে ভেঙে পরলে চলবে না।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
একটু একটু করে হচ্ছে ইচ্ছেরা মৃত,
অনাদরে কিংবা যত্নের ত্রুটি---
প্রতিদিন আশারা ঠুকরে ঠুকরে কাঁদায়
নিষ্ঠুর কল্পনার বিরোধে-----
তবুও তুমি ধরে রাখো সাহস,
রাখো মনোবল।
সংগ্রাম করে, কর্মে তপস্যা করে একদিন হবে
তুমিই দিগ্বিজয়।।
অনু কবিতা
হয়তো ইচ্ছেরা মরে যাবে আশারা নিভে যাবে,
তবু তুমি জ্বলে ওঠো সন্ধ্যার প্রদীপের মতো!
হয়তো হতাশারা ঘিরবে,
বাধারা বাঁধবে তোমায়
অজস্র ব্যার্থতায়।
তবু তুমি এগিয়ে যাও
খরস্রোতা নদী হয়ে
ভেংগে চূড়ে শত বাঁধ!!
বন্ধু, তৌরি কর নিজের পথ
শক্ত করে মাটি
একদিন এই জয়ের গল্পে
তোমার ও হবে সফলতার ঘাটি!!
স্বপ্ন তো দেখে সবাই
কজনার স্বপ্ন সত্যি হয়,
কিন্তু এই স্বপ্ন দেখাতো মিথ্যে কিছু নয়,
ঝড় আসবে বলে
আশাগুলো হবে কি মরীচিকা,
বাস্তবতা ও সাহস নিয়ে
করব তার মোকাবেলা,
সৎ সাহস বুকে নিয়ে দেবো পথ পাড়ি
স্বপ্নের সিঁড়ি দিয়ে,
দাঁড়িয়ে থাকা আমি সাহসি নারী ।
অযত্নে অবহেলায় যদি তোমার,
ইচ্ছা গুলো যাই যদি মরে,
তবুও এগিয়ে যাও,
তুমি কঠোর পরিশ্রমের সাথে।
স্বপ্নগুলো ভেঙ্গে যায়,
অবহেলার কারণে।
এই অবহেলা কে দূর করো,
পরিশ্রমের মাধ্যমে।
স্বপ্নগুলো ভেঙ্গে যায় অযত্নের কারণে,
তাইতো এগিয়ে যাতে হবে শ্রমের মাধ্যমে।
পরিশ্রম করে যখনই তুমি হবে সফলতা,
সকলেই তখন সম্মান করবে এটাই যেন বাস্তবতা।
দারুণ লিখেছেন ভাই
প্রতিদিনের স্বপ্ন কিছু
মরে যেতে দেখি
অবহেলা আর অবজ্ঞাতে
তাইতো আমি লেখি।
আশাগুলো যায় মুছে যায়
বাস্তবতার কাছে,
আপন মানুষও অবলীলায়
মন্দ বলে পাছে।
সাহস যেন বুকের ভেতর
মনে আনো বল,
দেখবে তুমি আগামীতে
হবে একদিন সফল।
হতাশায় আসক্ত হয়েও আছি একটু আসার প্রত্যাশায়।
শত বাধার বিপরীতে নিজেকে টিকিয়ে রেখেছি সদায়।
হবে কি হবে না, সহসা সে চিন্তায় মগ্ন।
যদি দেখতে পাই সফলতার মুখ হবো আমি ধন্য।
স্বপ্নচারিনী হয়ে দেখবো স্বপ্ন
হটবো না কভু পিছু ভাই
স্বপ্ন দিয়ে গড়বো জীবন
আসুক যতই বাধাঁর বাধ*।।
একদিন আমি হবোই সফল
খোঁজে পাবো ঠিকানা
সেইদিন হবো আমি সবচেয়ে সুখী
দেখিবে পুরো বিশ্বময়।।
নিত্যদিনের কিছু আকাঙ্ক্ষা আধারে ডুবে যায়,
সেগুলোর যথার্থভাবে মূল্য না দেওয়ায়...
প্রতিনিয়ত হয়তো তোমার রঙিন সপ্ন গুলো ভেঙ্গে যায়
পথ চলার নির্মম সত্যতায়...
"ভেঙ্গে পড়না কভু শক্ত হও পথিক বর
মনে রেখো দৃঢ় মনোবল।
কঠোর চেষ্টা করো, চালিয়ে যাও যুদ্ধ ঠিকই করবে জয়
সফলতা নামক শব্দ।*
প্রতিনিয়তই হয়তো হেরে যাচ্ছ তুমি নিয়তির কাছে
নিষ্ঠুরতায় নয়তো আবার অবজ্ঞায়
প্রতিনিয়তই হয়তো কাটা পড়ছে তোমার
নীল আকাশে উড়ন্ত রঙিন স্বপ্ন ঘুড়ি
কোন এক কঠিন সত্যতায়।
তবুও থেমে যেও নাকো কভু তুমি
অন্তরে রাখো বিশ্বাস
একাগ্রতায় অবিচল থেকো তুমি
পৌঁছাবেই একদিন স্বপ্নের চূড়ায়।
পরিশ্রম করলে যাবে না,
তোমার কষ্টের ব্যর্থতা।
পাবেই তুমি সফলতা,
এটাই যেন নির্মমতা।
তাই তো এগিয়ে যাও,
তুমি পরিশ্রমের সাথে,
নিজের জীবন গড়ো।
এভাবেই তাই আনন্দের।