You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১৭১

in আমার বাংলা ব্লগ9 months ago

স্বপ্ন তো দেখে সবাই
কজনার স্বপ্ন সত্যি হয়,
কিন্তু এই স্বপ্ন দেখাতো মিথ্যে কিছু নয়,
ঝড় আসবে বলে
আশাগুলো হবে কি মরীচিকা,
বাস্তবতা ও সাহস নিয়ে
করব তার মোকাবেলা,
সৎ সাহস বুকে নিয়ে দেবো পথ পাড়ি
স্বপ্নের সিঁড়ি দিয়ে,
দাঁড়িয়ে থাকা আমি সাহসি নারী ।