আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৫৪
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা
বিষন্নতায় হৃদয় ছেয়ে গেছে
অন্তরে ভীষণ যন্ত্রণা,
আপন মানুষগুলো পর হয়েছে
নিঃসঙ্গতায় বেড়েছে হতাশা।
বিব্রত হৃদয়ের অনুভূতি যত
বিবর্ণ ভালোবাসার ছায়া,
বিনষ্ট আবেগের সম্পর্ক যত
বিকৃত সরলতার মায়া।
লেখক:
লেখকের অনুভূতি:
ভালোবাসা কিংবা সম্পর্ক দুটোই যেন বিকৃত স্বার্থের বিবর্ণ মানসিকতায় আটকে গেছে।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
জীবন যেন এক অলিখিত বই,
নামে বেনামে হচ্ছে সুখ দুঃখের বিনিময়,
লেখনিতে জীবনের নাম অদৃশ্য,
স্মৃতির পাতায় সবই যেন উহ্য,
তবুও মনে পড়ে যায় অবিরত,
সেই অতীতের স্মৃতির পাতায় আছে যত ক্ষত।
আজ বিষন্নতায় পরিপূর্ণ হৃদয়,
কি নিদারুণ নির্মম প্রতিশোধ !
আপন মানুষগুলোর স্বার্থপরতায়,
অন্তরে হতাশার তীব্র জ্বালা।
কামনা বাসনায় পরিপূর্ণ হৃদয়,
ভালোবাসার অনলে দগ্ধ।
মায়ায় ভরা আবেগের সম্পর্ক,
হয়েছে আজ ছিন্নভিন্ন।
কষ্টে হৃদয় নীলাভ হয়েছে
নিঃশ্বাস যেন ভারী,
আপন মানুষ পর হয়েছে
স্বার্থে বেজায় কড়াকড়ি।
অস্থির হৃদয় ছন্নছাড়া
নেই ভালো থাকার আশা,
বিব্রত মন খোঁজে আলো
বাড়ছে শুধুই হতাশা।
হৃদয়ের নীল কষ্ট সত্যি অনেক ভারী। আর সেই কষ্ট থেকে বেরিয়ে আসা অনেক কঠিন। দারুন লিখেছেন ভাইয়া। আপনার লেখা কবিতার লাইন গুলো দারুন ছিল।
ধন্যবাদ আপু।
আমার কবিতার লাইনগুলো ভালো লেগেছে জেনে খুশি হলাম।
হৃদয়ে আজ দুঃখের মাতম,
অনুভূতি যেন নির্জীব
আপন মানুষ দিয়েছে দুঃখ,
মুখের হাসি যেন হয়েছে ভারী।
ভালোবাসার বিশুদ্ধ রূপ,
হারিয়েছে সজীবতা,
স্বার্থের জালে বন্ধী সবাই,
মিছে মায়ার ছায়া।
মন চেয়েছে ভালোবাসা,
মন চেয়েছে আরও
শূন্যে তখন হৃদয় ভাঙার
হাজার তাগিদ তারও
সব ভেঙে যায় বিকৃত সেই
রাত ফুরনোর দিনে
তোমার কথা হঠাৎ যখন
পড়ছে আমার মনে।
কষ্টগুলো হৃদয় মাঝে
বিষন্নতা ও একাকীত্ব ঘিরে থাকে,
আপন মানুষ হয়েছে পর
হৃদয়ের অনুভূতিতে উঠেছে ঝড়,
স্বার্থের প্রয়োজনে সবাই আসে আপন হতে
ছন্নছাড়া মানুষগুলো লোভে বন্দি,
এখন আর নেই সহজ-সরল মন
নেই মায়া মমতা
নেই ভালোবাসার প্রয়োজন।
স্বার্থ ও লোভ থাকলে
ভালোবাসা হয় কি আপন ।
কষ্টগুলো যখন চারপাশ থেকে ঘিরে ধরে তখন বিষন্নতা কিংবা একাকীত্ব আরো বেশি আঘাত করে। অসাধারণ লিখেছেন আপু।
বিষবাষ্প আছে কি? হৃদয় গহিন তলে.!
বাজে কি বিষের বাঁশি ? লাগে কি টান সিনায় সিনায়..?
প্রখর চৈত্রের শেষে, বৃষ্টির ঘ্রাণে
উন্মাতাল হতো যে চাতকের চোখ.!
আজ তার কেবলই শূন্য দৃষ্টি ।
বদলে যায়,থেমে যায় হৃদয়ের সব কলতান।
হৃদয়ের বেলা ভূমি উর্বর হয়ে উঠে,
নোনতা ফলের চাষে।
কিন্তু তাও থেকে যায় অনাবাদি,
আবার কখনো হয় আবাদি ।
এ মন বড়ই উচাটন, বার বার চায় বার বার
রসদ ফুরালো জড়ালো জীবন,
বেলা শেষে ক্লান্ত সবাই।
আপন মানুষ হয়ে গেল পর
দিল না কেউ একটু খানি ঠাই।
বিষন্নতায় আজ পুড়ছে হৃদয়
দেখার মতো আজ আমার কেহ নাই।
একটু খানি ভালোবাসা পেলে
হয়ে যেতাম আমি উদার।
দিন দিন বেড়েই চলেছে
হতাশার অন্ধকারে ছায়া।
বিষাদের আঁচলে বেঁধেছে জীবন,
হৃদয়ের কোণে কষ্টের অবসর,
বৃথা আশা আর অগোছালো চিন্তা
রেখে গেছে এক লম্বা দীর্ঘশ্বাস।
পথ হারানো মন যেন, চেয়ে থাকে
শূন্যতার মাঝে খুঁজে স্বপ্নের আলো,
যতটুকু আশায় ছিল পৃথিবীটা,
সেইটুকু মায়া আজ হয়ে গেছে কালো।
ঘন আঁধারের তমানিশায় ছেয়ে গেছে মন,
কষ্টের লীলাভূমিতে ধুকে ধুকে মরছে এ জীবন।
চেনা চেনা মুখগুলো আজ বড্ড অচেনা!
সকলে গেছে দূরে,দিয়ে আমায় একাকিত্বের বঞ্চনা!
বিষন্ন হৃদয়ের আকুতি গুলো;
প্রেমের আদলে ঝড়ে পড়ছে সেগুলো।
নশ্বর প্রীতিময় সম্পর্ক যত,
ঝরে পড়ছে সেগুলো অকালে অবিরত।
মাঝে মাঝে মন ঘন অন্ধকারে ছেয়ে যায়। আর সেই অন্ধকারের মাঝে একাকীত্ব প্রবলভাবে ঘিরে ধরে। দারুন লিখেছেন ভাইয়া।