You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৫৪

in আমার বাংলা ব্লগlast month

বিষবাষ্প আছে কি? হৃদয় গহিন তলে.!
বাজে কি বিষের বাঁশি ? লাগে কি টান সিনায় সিনায়..?
প্রখর চৈত্রের শেষে, বৃষ্টির ঘ্রাণে
উন্মাতাল হতো যে চাতকের চোখ.!
আজ তার কেবলই শূন্য দৃষ্টি ।
বদলে যায়,থেমে যায় হৃদয়ের সব কলতান।
হৃদয়ের বেলা ভূমি উর্বর হয়ে উঠে,
নোনতা ফলের চাষে।
কিন্তু তাও থেকে যায় অনাবাদি,
আবার কখনো হয় আবাদি ।
এ মন বড়ই উচাটন, বার বার চায় বার বার
রসদ ফুরালো জড়ালো জীবন,
বেলা শেষে ক্লান্ত সবাই।