দাদা প্রথমেই আপনার শত ব্যস্ততার মাঝে আমাদের সময় দিচ্ছেন তার জন্য আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই৷ আমি মনে করি সব কিছুর আগে আপনার কাজ আগে এবং নিজেকে সময় দেওয়া আগে। তবে যাইহোক আপনি যে ৬ টি ফোটোগ্রাফি শেয়ার করেছেন তা অসাধারণ। প্রথম ছবিটির দিকে আমি তাকিয়ে ছিলাম যে এটি কিভাবে কুঁড়েঘর হয়। নিচের এতো অস্পষ্ট লাগছে কেন। পরে বুঝলে নিচে পানি ছিল তাই এর প্রতিবিম্ব তৈরী হয়েছে। এর পরে অদূরভবিষ্যৎতে পৃথিবীতে যে জিনিস্ নিয়ে হাহাকার দেখা দিবে তা হচ্ছে সুপীয় পানি। অনেক দেশেও বর্তমান পানির সংকট দেখা দিয়েছে। পানির স্তর ভূগর্ভের অনেক নীচে নেমে গেছে। নারিকেল গাছ এবং নীল আকাশের ফটোগ্রাফি দেখে মনে হচ্ছে কোনো চিত্রকর নিপুণ ভাবে এঁকেছে।এতো সুন্দর লাগছে দেখে কি বলব। সর্বশেষ তাকগাছ দুইটি এক পায়ে দাঁড়িয়ে আকাশ ছুঁয়েছে। নীচ থেকে এতো সুন্দর করে ফটোগ্রাফি করেছেন যা সত্যি প্রসংশনীয়। আপনি যে ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করেন তার একটি ভাবার্থ থাকে। ধন্যবাদ দাদা আপনাকে। সুস্থ, সুন্দর ভাবে আমাদের মাঝে ফিরে আসুন।