You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৬৫

in আমার বাংলা ব্লগ3 days ago

হৃদয়ের ভালোবাসার আবেশে জীবন রঙ্গময়,
হৃদয়ের অনুভূতির ছোঁয়াতে জীবন মায়াময়।
হৃদয়ের কল্পনার ব্যাপ্তিতে জীবন স্বপ্নময়,
হৃদয়ের আকাঙ্কার ছাউনিতে জীবন গতিময়।

হৃদয়ের মায়া মমতার টানে জীবন সম্পর্কময়,
ভালোবাসা পাওয়া না না পাওয়ার হিসেবে জীবন প্রেমময়।
সজিব নিঃশ্বাসের পরশে জীবন আনন্দময়,
মানবিক কল্যাণের উদারতায় জীবন সুখময়।