আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৬৫
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা:
হৃদয়ের চঞ্চলতায়- চঞ্চল হয়েছে জীবন
ভালোবাসার উষ্ণতায়- রঙিন হয়েছে বাঁধন,
সম্পর্কের মমতায়- ব্যাকুল হয়েছে স্পন্দন
অনুভুতির আকাংখায়- গতিশীল হয়েছে স্বপন।
লেখিকঃ
লেখকের অনুভূতি:
ভালোবাসার অনুভুতিগুলো এমনই, হৃদয়ের অস্থিরতা ছাপিয়ে জাগ্রত রাখে স্পন্দন এবং রঙিন করে হৃদয়ের সকল স্বপন।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
বিশ্বাসের গভীরতায়- দৃঢ় হয়েছে মন
অশ্রুর স্রোতধারায়- লাঘব হয়েছে ক্ষণ।
আকাঙ্ক্ষার ডানায়- উড়েছে শূন্যে প্রিয়
অজানার টানে তাই- হারিয়েছে পথের দিও।
প্রত্যয়ের শিখরে- জ্বলেছে অমর আলো
মুগ্ধতার ছোঁয়াতে- মলিন মুছে যায় কালো।
জীবনের আয়নায়- ফুটেছে স্মৃতির ছায়া
চঞ্চল হৃদয়ে তাই- বাজছে ভালোবাসার গায়া।
0.18 SBD,
0.62 SP
অসাধারণ লিখেছেন ভাই, বেশ দারুণ লেগেছে আমার কাছে লাইনগুলো।
অন্তঃকরনের অস্থিরতায়-কাটছে জীবন
অনুরাগের তাপমাত্রায়-শোভিত হয়েছে মন,
সংস্রবের আসক্তিতে-কাতর হয়েছে স্পন্দন
উপলব্ধির সংশয়ে-চলমান হয়েছে স্বপন।।
0.17 SBD,
0.61 SP
মনের অনুভূতিতে- স্নিগ্ধ হয়েছে জীবন,
হৃদয়ের আবেগে- পরিপূর্ণ হয়েছে এই মন।
শীতলতার পরশে- ছুঁয়ে গেছে স্পন্দন,
মাধুরতার মায়াতে- আটকে পড়েছে জীবন।
পাওয়ার আশাতে- অপেক্ষায় কাটে সময়,
হারানোর ভয়ে- মানিয়ে নিয়েছি বিস্ময়।
চাহিদার মাঝে- ডুবে গেছে হাসিখুশিময়,
হাসির আড়ালে, লুকিয়ে আছে দুঃখময়।
0.17 SBD,
0.60 SP
ভালোবাসায় মরমিয়া
জ্বলবে নতুন আলো
মনের মতো তোমায় আমি
বাসব শুধু ভালো
চঞ্চলতার হৃদয় জুড়ে
তোমার কথা লিখে
ছড়িয়ে দেব সুখের কথন
এভাবে চারদিকে
অনুভূতির গভীর জলে
বাড়বে তখন নেশা
স্থায়ী হবে তোমার আমার
এমন ভালোবাসা।
0.17 SBD,
0.60 SP
ঘৃণার স্থিরতায়- স্থবির হয়েছে জীবন
উপেক্ষার শীতলতায়- বিবর্ণ হয়েছে বাঁধন,
উদাসীনতার কঠোরতায়- নিস্তব্ধ হয়েছে স্পন্দন
নিরাসক্তির তন্দ্রায়- স্থবির হয়েছে স্বপন।
0.17 SBD,
0.59 SP
অনেক সুন্দর লিখেছেন আপু, আপনার তুলনা শুধুমাত্র আপনিই। অনেক ধন্যবাদ
হৃদয়ের চঞ্চলতা আর ব্যাকুলতা,
এমনই এক পাগল,
বারে বারে প্রেমে পড়ে
নেই তো যার কারন ।।
যদি বলি বারে বারে,
থাম বাবা তুই,
হেসে দিয়ে মন বলে,
আমি থামার নয়।।
হৃদয়ের উষ্ণতায়-ব্যাকুল হয়েছে প্রান
ভালোবাসার স্নিগ্ধম্তায়- প্রশান্তির চির আখ্যান,
মিষ্টি ছোঁয়ায় - বাড়িয়েছে হৃদস্পন্দন
প্রেমের মধুরতায় - ছাড়িয়েছে কষ্টের আবরন।
হৃদয়ের ভালোবাসার আবেশে জীবন রঙ্গময়,
হৃদয়ের অনুভূতির ছোঁয়াতে জীবন মায়াময়।
হৃদয়ের কল্পনার ব্যাপ্তিতে জীবন স্বপ্নময়,
হৃদয়ের আকাঙ্কার ছাউনিতে জীবন গতিময়।
হৃদয়ের মায়া মমতার টানে জীবন সম্পর্কময়,
ভালোবাসা পাওয়া না না পাওয়ার হিসেবে জীবন প্রেমময়।
সজিব নিঃশ্বাসের পরশে জীবন আনন্দময়,
মানবিক কল্যাণের উদারতায় জীবন সুখময়।
ভালোবাসা ছাপিয়ে এলে
রামধনু ওঠে পাঁজর আকাশে
চঞ্চলতায় পাখি ওড়ে
চিঠি ভাসে মুক্ত বাতাসে
বুকের ওমে জোনাক জ্বলে
বন্ধনে ফোটে ভোরের ফুল
ব্যকুলতায় নৌকা বাইলে
হারিয়ে যায় শান্ত দু'কূল।
তোমার মনের ধরণীতে থাকতে আমি চাই,
তোমার তরে আমার আমি বিলীন হতে চাই,
থেকো তুমি রঙিন হয়ে আমার মন পিঞ্জিরায়,
আমি তোমায় রাখবো ওগো মনের কিনারায়।