You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৬৫

in আমার বাংলা ব্লগ3 days ago

মনের অনুভূতিতে- স্নিগ্ধ হয়েছে জীবন,
হৃদয়ের আবেগে- পরিপূর্ণ হয়েছে এই মন।
শীতলতার পরশে- ছুঁয়ে গেছে স্পন্দন,
মাধুরতার মায়াতে- আটকে পড়েছে জীবন।

পাওয়ার আশাতে- অপেক্ষায় কাটে সময়,
হারানোর ভয়ে- মানিয়ে নিয়েছি বিস্ময়।
চাহিদার মাঝে- ডুবে গেছে হাসিখুশিময়,
হাসির আড়ালে, লুকিয়ে আছে দুঃখময়।