এই ভাবে কাটে দিন, কাটে রাত,
অন্তহীন প্রতীক্ষায় অনন্ত এ প্রহর ।
তবু আশা রাখি, নীরব সাধনায়,
নীরব অভিমানে, তবু বসে থাকি ।
শুধু তোমারই জন্য।
চমৎকার দাদা চমৎকার। ভাষাহীন একটি কবিতা লিখেছেন দাদা। আজকে আপনার কবিতা পড়ে বাক্ রুদ্ধ হয়েগেলাম আমি।💜
এই ভাবে কাটে দিন, কাটে রাত,
অন্তহীন প্রতীক্ষায় অনন্ত এ প্রহর ।
তবু আশা রাখি, নীরব সাধনায়,
নীরব অভিমানে, তবু বসে থাকি ।
শুধু তোমারই জন্য।
চমৎকার দাদা চমৎকার। ভাষাহীন একটি কবিতা লিখেছেন দাদা। আজকে আপনার কবিতা পড়ে বাক্ রুদ্ধ হয়েগেলাম আমি।💜