অপেক্ষায় কাটে দিন, কাটে রাত

in আমার বাংলা ব্লগ3 years ago


image source: copyright & royalty free image sharing website piXabY


কবিতা : "অপেক্ষায় কাটে দিন, কাটে রাত"


💕
একটি দিন শেষে নামে
গাঢ় অন্ধকার একটি রাত ।
একটি রাতের শেষে সূচনা হয়
আরো একটি দিনের ।

অপেক্ষায় কেটে যায় এই ভাবে,
শীতঘুমে আমার হৃদয় ।
দিনের পর দিন, রাতের পর রাত,
শুধু তুমি এলে না ।

প্রভাত-সূর্য্যের সোনালী কিরণ,
মুঠো মুঠো ছড়ায় সোনা রোদ্দুর ।
তার পরশে উত্তাপ ছড়ায় এ হৃদয়,
নতুন আশা স্বপ্ন দেখায় ।

তারপর যত সময় যায়,
শীতল হতে থাকে আমার হৃদয় ।
পাখির ডানায় যখন বিকেলের মরা রোদ,
ফিকে হয়ে আসে আমার আশা, শীত ঘুমে যায় হৃদয় ।

এক একটি রাত কাটে আমার, নির্ঘুম;
গাঢ় বেদনার কাল রাত্রি ।
বিরামহীন অপেক্ষায় বসে থাকি,
প্রহরের পর প্রহর, শুধু তুমি আসো না ।

এই ভাবে কাটে দিন, কাটে রাত,
অন্তহীন প্রতীক্ষায় অনন্ত এ প্রহর ।
তবু আশা রাখি, নীরব সাধনায়,
নীরব অভিমানে, তবু বসে থাকি ।

শুধু তোমারই জন্য।
💘


♡ ♥💕❤

Sort:  
 3 years ago 

চমৎকার কবিতা।কবিতায় কবির প্রতীক্ষায় প্রতিটা প্রহর কাটে ।দিনের পর দিন কেটে যায় তবুও অপেক্ষার শেষ হয় না।একটি দিন শেষ শেষ নতুন দিন শুরু হয়, আর নতুন দিনকে সামনে রেখে কবি নতুন স্বপ্নে বিভোর হয়ে যান।এভাবে কখনো কখনো রাত শেষ হয়ে যায় কবির না ঘুমিয়ে।শুধু তার একান্ত প্রিয়জনের জন্য অপেক্ষা শেষ হয় না।নীরবে ও অভিমানে পথ চেয়ে বসে থাকেন তার আসার প্রতীক্ষায়।দারুণ লেখনি দাদা।ধন্যবাদ আপনাকে।

দাদা আপনার অপেক্ষায় কাটে দিন, কাটে রাত কবিতাটি অনেক সুন্দর লেগেছে আমার কাছে। প্রতিটি লাইন সুন্দর সাবলীলভাবে উপস্থাপন করলেও এর গভীরতা অনেক বেশি।

একটি দিন শেষে নামে
গাঢ় অন্ধকার একটি রাত ।
একটি রাতের শেষে সূচনা হয়
আরো একটি দিনের ।

এই লাইনগুলো আমার কাছে খুব ভালো লেগেছে। একটি সুসময় পার করেই পরেই কিন্তু একটি দুঃখের সময় পার করতে হয়। যদি দুঃখের সময়ে হায় হুতাশ না হয়ে আরো বেশি পরিশ্রমী হওয়া যায় পরের দিনটি সুখকর হয় আগের তুলনায়।

 3 years ago 

দাদা আপনার কবিতাটি খুবই সুন্দর হয়েছে। আপনি খুবই সুন্দর ভাবে এই কবিতাটি লিখেছেন। অপেক্ষায় কাটে দিন কাটে রাত, আমার কবিতাটি খুবই ভালো লেগেছে। কবিতার এই অংশটি আমার বেশি ভাল লেগেছে।

অপেক্ষায় কেটে যায় এই ভাবে,
শীতঘুমে আমার হৃদয় ।
দিনের পর দিন, রাতের পর রাত,
শুধু তুমি এলে না ।

আসলেই অপেক্ষার দিনগুলো কাটতে চায়না। অপেক্ষা খুবই কঠিন কাজ। অপেক্ষা দিনগুলো সহজে ফুরিয়ে যায় না। আপনার কবিতাটি আমার অনেক ভালো লেগেছে। দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

এক একটি রাত কাটে আমার, নির্ঘুম;
গাঢ় বেদনার কাল রাত্রি ।
বিরামহীন অপেক্ষায় বসে থাকি,
প্রহরের পর প্রহর, শুধু তুমি আসো না ।

দাদা আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই অনেক সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনি সব সময় সুন্দর সুন্দর কবিতা আমাদের মাঝে উপহার দেন এটি বলার অপেক্ষা রাখে না। আপনার লেখার জাদু আমাকে মুগ্ধ করে। আপনার লেখার মাঝে এক অদ্ভুত জাদু রয়েছে দাদা। আপনার লেখা কবিতার প্রতিটি লাইন আমার হৃদয়ের কোণে জায়গা করে নিয়েছে। কারো প্রতীক্ষায় বসে থাকা খুবই কষ্টের। প্রতীক্ষার প্রহর গোনা অনেক কষ্টকর। যদিও আমরা জানি অপেক্ষার প্রহর অনেক কষ্টের তবুও আমরা প্রিয় ভালোবাসার মানুষটির জন্য দিনের পর দিন, রাতের পর রাত নির্ঘুম ভাবে রাত কাটিয়ে অপেক্ষার প্রহর গুনি। একটি দিন শেষ হয়ে যখন রাত নেমে আসে তখনও আমরা অপেক্ষায় থাকি সেই প্রিয় মানুষটির জন্য। আবার সময়ের সাথে সাথে যখন রাতের অন্ধকার শেষ হয়ে ভোরের আলো ফুটে ওঠে তখনও আমাদের মাঝে নতুন আশার সঞ্চার হয় হয়তো সে ফিরে আসবে। এভাবে প্রতিটি মুহূর্তে আমরা স্বপ্ন নিয়ে বেঁচে থাকি। হয়তো সেটা শুধুই স্বপ্ন। এভাবেই কেটে যায় প্রহরের পর প্রহর "শুধু তুমি আসো না"। হয়তো এই প্রতীক্ষার অবসান কখনোই হবে না। অনেক সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দাদা। দাদা আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

তবু আশা রাখি, নীরব সাধনায়,
নীরব অভিমানে, তবু বসে থাকি ।

এগুলো খুব ভালো লেগেছে দাদা,এই লাইনগুলো।পুরো কবিতাটাই অসাধারণ তাতে সন্দেহ নেই তবে এই লাইনগুলো অসম্ভব ভালো।প্রতিটা শব্দে যেনো অনেক গুলো কাহিনী আছে।

 3 years ago 

অসাধারণ একটি প্রেমের কবিতা লিখেছেন ।খুবই ভালো লেগেছে আমার কবিতাটি ।প্রতীক্ষার প্রহর যেন শেষ হয়না ।অপেক্ষার পর অপেক্ষা করতে হয় ।খুব সুন্দর লিখেছেন দাদা ।আমার কাছে আপনার লেখাটা অসাধারণ লেগেছে। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 3 years ago 

এক একটি রাত কাটে আমার, নির্ঘুম;
গাঢ় বেদনার কাল রাত্রি ।
বিরামহীন অপেক্ষায় বসে থাকি,
প্রহরের পর প্রহর, শুধু তুমি আসো না ।

করুন অপেক্ষা । তবে বাস্তবতায় এমনটাই হচ্ছে আজকাল। সুন্দর লিখেছেন ভাই । শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

প্রভাত-সূর্য্যের সোনালী কিরণ,
মুঠো মুঠো ছড়ায় সোনা রোদ্দুর ।
তার পরশে উত্তাপ ছড়ায় এ হৃদয়,
নতুন আশা স্বপ্ন দেখায় ।

আহা কি মিষ্টি কবিতা, যেন শীতের সকালের কুয়াশায় হাঁটা মিষ্টির অনুভূতির ছোঁয়া। হৃদয়ের ভিতরের উষ্ণতা ছড়ানো প্রেমের হালকা শীতের অনুভূতি, স্বপ্ন ছোঁয়ার আবেগ নিয়ে ভেসে বেড়ায় নিবানিশি। ধন্যবাদ দাদা খুব সুন্দর লিখেছেন কবিতাটি, ভালো লেগেছে পড়ে।

 3 years ago 

দিনের শেষে রাত্রি আসে
রাতের শেষে দিন
তোমার অপেক্ষায় বুকের ভেতর
করছে চিনচিন,,

শীতঘুমে বিভোর আমি
কাঁদে আমার মন,
তোমার অপেক্ষায় চাতক হয়ে
আছি প্রিয় জন।

বেদনা ভরা কাল রাত্রি
নির্ঘুম এই রাতে
আসবে ফিরে আবার তুমি
হয়তো প্রভাতে।।

আশায় আশায় চেয়ে আছি
তোমার পথপানে
কবে এসে ডাকবে তুমি
প্রভু'ইতা জানে।

নিরব অভিমানে আজও
কাঁদে আমার মন
ফিরে এসো এসো তুমি
ওগো প্রিয় জন♥♥

 3 years ago 

এই ভাবে কাটে দিন, কাটে রাত,
অন্তহীন প্রতীক্ষায় অনন্ত এ প্রহর ।
তবু আশা রাখি, নীরব সাধনায়,
নীরব অভিমানে, তবু বসে থাকি ।

শুধু তোমারই জন্য।

চমৎকার দাদা চমৎকার। ভাষাহীন একটি কবিতা লিখেছেন দাদা। আজকে আপনার কবিতা পড়ে বাক্ রুদ্ধ হয়েগেলাম আমি।💜