আপু শুটকি মাছ খেতে অনেকে পছন্দ করে। আমাদের বাড়িতেও কিছুদিন পর পর আমরা শুটকি মাছ রান্না করি। আপনি দেখতেছি ভাইয়ার পছন্দের ছুরি শুটকি মাছের ভুনা রেসিপি করেছেন। তবে শুটকি রেসিপি দিয়ে গরম ভাত পান্তা ভাত খেতে অনেক মজা লাগে। যদিও বর্তমান সময়ে অনেকে পান্তা ভাত খেতে পছন্দ করে না। মজার শুটকি মাছের ভুনা রেসিপি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।