ঘরের শত্রু বিভীষণ
বর্তমান আমাদের সমাজ এমন একটি অবস্থায় দাঁড়িয়ে আছে। যেখানে আপনার প্রকৃত বন্ধু কে, প্রকৃত শত্রু কে সেটা চেনা বড়ই কঠিন একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। যেমনটা আমরা একটি কথিত কথায় জানতে পারি, ঘরের শত্রু বিভীষণ অর্থাৎ নিজেদের কাছের লোকেরাই শত্রুতা করে। আমরা মানুষ, আমরা ভুল করব এটা স্বাভাবিক কিন্তু জেনে শুনে ভুল করে অন্যের ক্ষতি করাটা আসলেই অনেক বেশি হয়ে যায় এবং এই সব মানুষের কাছ থেকে দূরে থাকাটাই শ্রেয় বলে আমি মনে করি।
আমি সাধারণত এসব বিষয় নিয়ে খুব একটা বেশি কথা বলি না আমি তবে আমি বর্তমানে আমার ব্যক্তিগত জীবনে এমন কিছু ঘটনা ঘটে যাচ্ছে যার ফলশ্রুতিতে এসব লিখতে বাধ্য হচ্ছি। কোন এক সময় আমাদের সকল আত্মীয়-স্বজন মিলে অনেক মজা মাস্তি করতাম, একসাথে থাকতাম এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠানে একত্রিত হয়ে অনেক আনন্দ করতাম কিন্তু সেসব দিনগুলো এখন যেন হারিয়ে গেছে। সেসব মানুষেরাই আমাদের সাথে এখন অনেক দুই নম্বরি কাজ করছে যেটা আসলে আমার কাছে মেনে নেওয়ার অনেকটা কঠিন হয়ে যাচ্ছে। আসলে এই পরিবর্তনটা কেন আসছে এই সমাজে এটাও একটু ভাবার বিষয়।
কোন এক সময় ইন্টারনেট ছিল না, ছিল না প্রযুক্তির ছোঁয়া। তখন কিন্তু এলাকার মধ্যে এতটা বিভেদ ছিল না বরং একে অপরের কাছে আমরা অনেকটাই আন্তরিকভাবে থাকতাম। কিন্তু বর্তমানে এই প্রযুক্তির কল্যাণে একে অপরের সাথে দেখা না হলেও সকল অ্যাক্টিভিটিস আমরা অনলাইনে পোস্ট করে থাকি। যার কারণে হয়তো অনেকেই সেসব দেখেই জ্বলে পুড়ে যায়। যারা আপনার শুভাকাঙ্ক্ষী তারা কখনোই আপনার উন্নতি দেখে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে না। বরঞ্চ আপনার ভালো তে তারাও অনেক ভালো ফিডব্যাক দেওয়ার চেষ্টা করবে।
কিন্তু অপরদিকে এমন কিছু মানুষ আছে যেসব মানুষেরা আপনার উন্নতি দেখলে তাদের অনেক হিংসা করে এবং এই বিষয়টি থেকেই তারা মূলত বিভিন্ন ধরনের অনৈতিক কাজের সাথে জড়িত হয়ে পরে। যাতে আপনি খুব বেশি দূর এগিয়ে যেতে না পারেন। তো এসব মানুষের কাছ থেকে দূরে থাকাটাই শ্রেয় বলে আমি মনে করি। আজকের মত এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।
বর্তমান সময়ের মানুষের অবস্থান গিরগিটির মতো। কখন কি রকম রূপ ধারণ করে তা বোঝা বড়ই দায়। ঘরের শত্রু বিদিশন কথাটার যথার্থ যুক্তিকতারয়েছে। বর্তমান সময়ের মানুষদের চেনা বড়ই দায়। আপনার জীবনের মতই আমার জীবনেও এরকম অনেক ঘটনা ঘটে গেছে যাদেরকেই আপন মনে করেছিলাম তারাই কলিজায় আঘাত করে তাদের স্বার্থ হাসিল করে চলে গিয়েছে। যাই হোক বাস্তবধর্মী একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।