বর্তমান সময়ের মানুষের অবস্থান গিরগিটির মতো। কখন কি রকম রূপ ধারণ করে তা বোঝা বড়ই দায়। ঘরের শত্রু বিদিশন কথাটার যথার্থ যুক্তিকতারয়েছে। বর্তমান সময়ের মানুষদের চেনা বড়ই দায়। আপনার জীবনের মতই আমার জীবনেও এরকম অনেক ঘটনা ঘটে গেছে যাদেরকেই আপন মনে করেছিলাম তারাই কলিজায় আঘাত করে তাদের স্বার্থ হাসিল করে চলে গিয়েছে। যাই হোক বাস্তবধর্মী একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।