বিড়াল আমার পছন্দের প্রাণী। আমার বাসার আশেপাশেও বেশ কিছু বিড়াল রয়েছে। তবে আমাদের বাসায় আসার তেমন সুযোগ নেই তাদের। আমার এক আত্মীয় বেশ কিছু বিড়াল লালন পালন করে এবং আমিও মাঝেমধ্যে ওদের ছবি তুলতে ভীষণ পছন্দ করি। আপনার আজকের ছবিগুলো আমার কাছে দুর্দান্ত লেগেছে। বিশেষ করে বিড়ালটির আলসে ভঙ্গিমা আমার দারুন লেগেছে।
আমারও অনেক প্রিয়।