"ফুড ফটোগ্রাফি"

in আমার বাংলা ব্লগ3 days ago

নমস্কার

কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমিও মোটামুটি ভালোই আছি।তবে বেশ ব্যস্ততার মধ্যে দিয়ে সময় কাটছে,ধীরে ধীরে চেষ্টা করছি সবকিছু ঠিক রাখার।যাইহোক আজ চলে আসলাম আমি @green015 যথা নিয়মে আপনাদের মাঝে নতুন একটি ফটোগ্রাফি পোষ্ট শেয়ার করতে।আজ শেয়ার করবো কয়েকটি ফুড ফটোগ্রাফি,তো চলুন শুরু করা যাক----

ফুড ফটোগ্রাফি:

IMG_20250107_000150.jpg

মানুষ হচ্ছে খাদ্যরসিক।তাই যেকোনো খাবারের প্রতি মানুষের একটি আলাদা ধরনের অদ্ভুত টান রয়েছে।যাইহোক এটি হচ্ছে একটি কেকের ছবি।যেটা আমরা বড়দিনের দিন কিনে ছিলাম।এই দিনে কমবেশি সকলেই কেক খেয়ে থাকে।এই কেকটি ছিল এগলেস,যেটি আমরা আমাদের বাবা-মায়ের উদ্দেশ্যে কিনেছিলাম।সত্যিই কেকটি খুবই সফট ও মজাদার ছিল।

IMG_20250107_000702.jpg

এটা হচ্ছে ছোলা ভাটুরে।আমি এটি আমাদের ইউনিভার্সিটির ক্যান্টিন থেকে কিনে খেয়েছিলাম।আসলে বড় বড় ছোলার তরকারির সঙ্গে গরম গরম দু'খানা ভাটুরে খেতে সেই মজার হয়েছিল।প্রথমে আমাকে বেশ অপেক্ষা করতে হয়েছিল।কারণ অর্ডার করার পর তারা গরম গরম ভাটুরে ভেজে দেয় ফুলিয়ে আর সঙ্গে সালাদও দিয়ে দেয়।

IMG_20250107_000221.jpg

এটা হচ্ছে ডিমের চপ সঙ্গে ঘুঘনি ফ্রি।আমার কিন্তু ঘুঘনি খেতে খুবই ভালো লাগে, এটা খাওয়ার আগে আমরা এত জিনিস খেয়েছিলাম যে ডিমের চপ খেতে ভালোই লাগছিলো না।আসলে ডিমের কুসুমটি বেশ বড় ছিল আর খেতে ভালো লাগছিলো।কিন্তু ডিমের গায়ের কোট করে নেওয়া বিটকপির সবজি আমার কাছে ভালো লাগেনি।খুবই কম ঘুঘনি এর সঙ্গে ফ্রি ছিল সঙ্গে সালাদ।

IMG_20250107_000540.jpg

এগুলো হচ্ছে সৌরি বা সোবরি কলা।ছোটবেলা থেকেই এই কলার প্রতি আলাদা একটা টান কাজ করে।তাইতো বাড়িতে কত প্রকার কলা থাকতেও ট্রেন থেকে সৌরি কলা কিনে আনলাম।অথচ আমাদের বাড়িতে কুলপাত কলা,কাঠালি কলা,সাগর কলা,কাঁচকলা, বিচিকলার সমাহার রয়েছে কিন্তু মন ওই সৌরি কলার দিকে।যদিও গাছ লাগানো হয়েছে এই কলার, তবে ধরার নাম নেই।যাইহোক কলাগুলি খুবই ফ্রেস ছিল।

IMG_20250107_000307.jpg

এটি হচ্ছে ছোট কেক।তবে এটি এগলেস নয়,কেক আমার খুবই পছন্দের।কেক খেতে আমার ভীষণ ভালো লাগে,এটাও আমরা বড়দিনের দিন খেয়েছিলাম।আসলে কার্জন গেট থেকে ঘড়ি কেনার পর সেই পুরোনো বিখ্যাত রামকৃষ্ণের লস্যির দোকানে যাই।গিয়েই দেখি অনেক ধরনের কেক তোলা হয়েছে দোকানে তাই সাদা রঙের কেকটি কিনে খেলাম।খুবই মজাদার ছিল খেতে এটি।

IMG_20250107_000735.jpg

এটি হচ্ছে ডিম পোজ।একটু ভিন্নভাবে ডিমের পোজটি করেছিলাম তাই খেতেও বেশ মজার হয়েছিলো।এটা তৈরির পর দেখতে অনেক সুন্দর ও লোভনীয় লাগছিলো।প্রথমে আমি পেঁয়াজ ও মরিচ কুচি বিছিয়ে দিয়ে তারপর ডিম দিয়ে পোজ করে মসলা ছড়িয়ে দিয়েছিলাম উপর থেকে।

IMG_20250107_000922.jpg

এটি হচ্ছে ঘটি গরম রেসিপি।দূর থেকে চানাচুরের মতো মনে হলেও এতে মিক্সড কোনো কিছু রয়েছে।খেতে বেশ ভালোই লাগে, তবে গরম ভাবটা আর খুঁজে পাওয়া যায় না।আমি তো নাম শুনেই গরম কিছু খুঁজতে শুরু করে দিয়েছিলাম,হি হি☺️☺️.


আশা করি আমার আজকের ফুড ফটোগ্রাফিগুলি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  
 2 days ago 

আপনার ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। আসলে আপনার প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ ছিল। ডিম পোজ দেখে লোভ সামলানো মুশকিল। প্রতিটি ফটোগ্রাফি এর পাশাপাশি সুন্দর বর্ণনা দিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুস্বাদু কয়েকটি ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 days ago 

টাস্ক প্রুফ:

GridArt_20250107_024553283.jpg

IMG_20250107_022728.jpg

 2 days ago 

অসাধারণ আপু আপনি অনেক সময় নিয়ে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন এঙ্গেলে বেশ কিছু খাবারের ফটোগ্রাফি আপনার মোবাইলে ক্যাপচার করে পরবর্তীতে আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে আমার খুবই ভালো লাগলো। আপনি আপনার দক্ষ হাতে ফটোগ্রাফিগুলো করে নিখুঁতভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে তবে সবচাইতে বেশি ভালো লেগেছিল ঘটি গরম মিক্সড চানাচুরের ফটোগ্রাফি। কারন আমার খুবই খেতে ইচ্ছে করছে। যাইহোক আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর সুন্দর কিছু মুখরোচক খাবারের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 days ago 

চানাচুর খেতে আমারও খুব ভালো লাগে, আপনার অনুভূতি জেনে ভালো লাগলো।ধন্যবাদ ভাইয়া।

 2 days ago 

কত রকম খাবারের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু দেখেই অনেক ভালো লাগছে।আপনি অনেক সুন্দর করে প্রতিটি ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। খাবারের ফটোগ্রাফি গুলো দেখতে বেশ ভালো লাগে। সোবরি কলা খেতে আমি অনেক পছন্দ করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 days ago 

সোবরি কলা আপনারও পছন্দের জেনে ভালো লাগলো, ধন্যবাদ ভাইয়া।

 2 days ago 

বেশ কয়েকটি মুখরোচক খাবারের ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম সাজিয়েছেন। আপনার শেয়ার করা খাবারের ফটোগ্রাফি গুলো দেখে আমার জিহ্বায় জল চলে এসেছে আপু। বিশেষ করে আপনার শেয়ার করা ডিম পোজ রেসিপি টি দেখে একটু বেশি ভালো লেগেছে। এছাড়া ও বাকি সব খাবারের ফটোগ্রাফি বেশ দারুন ছিল।

 2 days ago 

বিশেষ করে আপনার শেয়ার করা ডিম পোজ রেসিপি টি দেখে একটু বেশি ভালো লেগেছে।

ওই একটাই রেসিপি আমি বাড়িতে তৈরি করেছিলাম নিজে ভাইয়া, বাকিগুলি কিনে খেয়েছি।ধন্যবাদ আপনার সুন্দর অনুভূতি প্রকাশ করার জন্য।

 2 days ago 

সাদা গোল লম্বা মত যে কেকটা তুমি খেয়েছ সেটাকে আসলে সুইস রোল বলে। খেতে তো চমৎকার হয়ই আর দেখতেও ভালো লাগে।

বাকি কলেজ ক্যান্টিনের খাবার হিসেবে ছোলে ভাটুরে দেখে এই কয়েকদিন আগেকার একটি ছোলে ভাটুরের কথা মনে পড়ল। ভাটোরাটা এত বড় ছিল যে তিনজনে খেয়ে উঠতে হাপিয়ে গেছিলাম৷ থালাতেও ধরচ্ছিল না৷ হা হা হা। যাইহোক বাকি ছবিগুলোও বেশ লোভনীয়।

 2 days ago 

ভিন্ন ভিন্ন ধরনের খাবারের ফটোগ্রাফি দেখতে পেলাম। কেক আমার পছন্দের একটি খাবার। ঘটি গরম রেসিপিটাকে আমাদের দিকে চানাচুরের ঝালমুড়ি বলে। যাইহোক, ধন্যবাদ আপনাকে মজাদার খাবারের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 days ago 

আপু আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে আমার তো লোভ লেগে যাচ্ছে। দারুন দারুন সব খাবারের ফটোগ্রাফি করেছেন। সত্যি খাবার খেতে মানুষ ভীষণ পছন্দ করে। আপনার ধারণ করা ফটোগ্রাফি গুলোর মধ্যে আমার সব থেকে ভালো লাগলো কেকের ফটোগ্রাফি কেননা কেক আমার ভীষণ পছন্দ। ধন্যবাদ আপু।

You've got a free upvote from witness fuli.
Peace & Love!