সাদা গোল লম্বা মত যে কেকটা তুমি খেয়েছ সেটাকে আসলে সুইস রোল বলে। খেতে তো চমৎকার হয়ই আর দেখতেও ভালো লাগে।
বাকি কলেজ ক্যান্টিনের খাবার হিসেবে ছোলে ভাটুরে দেখে এই কয়েকদিন আগেকার একটি ছোলে ভাটুরের কথা মনে পড়ল। ভাটোরাটা এত বড় ছিল যে তিনজনে খেয়ে উঠতে হাপিয়ে গেছিলাম৷ থালাতেও ধরচ্ছিল না৷ হা হা হা। যাইহোক বাকি ছবিগুলোও বেশ লোভনীয়।