প্রতিযোগিতা-৬৭||"দারুণ স্বাদের বাঁধাকপির ধোকার ডালনা রেসিপি"

in আমার বাংলা ব্লগ5 days ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।কয়েক দিন ধরে শরীরটা ঠিক ভালো যাচ্ছে না আমার।তাই বলে কি প্রতিযোগিতায় অংশগ্রহণ করবো না।সেটাও যদি হয় রেসিপি পোস্ট তাহলে তো কথা-ই নেই, কারন আমি রেসিপি তৈরি করতে খুবই ভালোবাসি।তাইতো আমার সামান্য দক্ষতা দিয়ে রেসিপি তৈরি করে ফেললাম প্রতিযোগিতা-৬৭ এর জন্য।এইজন্য বিশেষভাবে ধন্যবাদ ও ভালোবাসা জানাই আমাদের শ্রদ্ধেয় ও প্রিয় বড় দাদাকে।এছাড়া এত সুন্দর প্রতিযোগিতা আয়োজন করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই @nusuranur আপুসহ আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল এডমিন ও মডারেটর আপু ও ভাইয়াদেরকে।

প্রতিযোগিতা-৬৭: "দারুণ স্বাদের বাঁধাকপির ধোকার ডালনা রেসিপি"

IMG_20241229_221206.jpg

IMG_20241229_221234.jpg

শীতকাল আমার কাছে বরাবরই খুব প্রিয়।তবে এই বছর অন্যান্য বছরের তুলনায় বেশ জমিয়ে শীত পড়ছে।শীতকাল মানেই হরেক রকমের তরতাজা ও টাটকা সবজির বাহার।আর সবগুলোই মজার মজার সবজি,যেমন-ফুলকপি, বাঁধাকপি, বেগুন, মুলা,পালংশাক আরো কত কি।সবগুলোই আমার বেশ পছন্দের,তাই কোনো একটি সবজি নির্ধারণ করাটা বেশ মুশকিল।তারপরও চেষ্টা করেছি একটি পছন্দের সবজি নির্ধারণ করে মজার রেসিপি তৈরি করার জন্য।আমি এখানে বাঁধাকপি ব্যবহার করেছি রেসিপি তৈরির জন্য।আমি তৈরি করেছি--"দারুণ স্বাদের বাঁধাকপির ধোকার ডালনা রেসিপি"।যদিও এটি নিরামিষ রেসিপি তবুও এর স্বাদ অসাধারণ।যেটা আমিষ জাতীয় রেসিপিকেও হার মানিয়ে দেবে আর একথালা ভাত নিমিষেই খেয়ে ফেলা যাবে।☺️☺️তবে এটা তৈরি করতে আমাকে কয়েকটি স্টেপ পার করতে হয়েছে এবং বেশ সময় দিতেও হয়েছে।যাইহোক এটি তৈরির পর দেখতে যেমন অনেক সুন্দর ও লোভনীয় লাগছিলো তেমনি খেতেও দারুণ মজার হয়েছিল।আশা করি এই রেসিপিটি ভালো লাগবে আপনাদের কাছেও।তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক----

IMG_20241229_221053.jpg

উপকরণসমূহ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

1.বাঁধাকপি- অর্ধেকটা
2.আলু- 6 টি
3.বেসন - 1/2 কাপ
4.লবণ- 1.5 টেবিল চামচ
5.হলুদ-1 টেবিল চামচ
6.শুকনো মরিচ গুঁড়া-1 টেবিল চামচ
7.জিরা গুঁড়া- 1 টেবিল চামচ
8.আদা বাটা-1.5 টেবিল চামচ
9.গরম মসলা গুঁড়া- 1/3 টেবিল চামচ
10.কাঁচা মরিচ কুচি-4 টি
11.চিনি-1.5 টেবিল চামচ
12.গোটা জিরা-1.5 টেবিল চামচ
13.ধনিয়া গুঁড়া- 1 টেবিল চামচ
14.তেজপাতা- 1 টি
15.গোটা শুকনো মরিচ- 2 টি
16.টমেটোর সস- 3 টেবিল চামচ
17.সাদা তেল-2 টেবিল চামচ
18.সরিষার তেল-1/2 কাপ

IMG_20241229_154918.jpg

IMG_20241229_154938.jpg

প্রস্তুত-প্রণালী:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

ধাপঃ 1

IMG_20241229_181534.jpg
প্রথমে আমি একটি বটির সাহায্যে বাঁধাকপিটাকে ছোট ছোট করে কুচিয়ে নিয়ে জল দিয়ে ধুয়ে নিলাম।

ধাপঃ 2

IMG_20241229_181601.jpg
এরপর আলুগুলোর খোসা ছাড়িয়ে মাঝবরাবর কেটে নেওয়ার পর ধুয়ে নিলাম জল দিয়ে।

ধাপঃ 3

IMG_20241229_181627.jpg
এখন একটি কড়াইয়ে পরিমাণ মতো জল দিয়ে কুচানো বাঁধাকপিগুলি নেড়েচেড়ে হালকা ভাপিয়ে নিলাম।

ধাপঃ 4

IMG_20241229_181650.jpg
এবারে ভাপানো বাঁধাকপি থেকে জল ঝরিয়ে নিলাম ভালোভাবে।

ধাপঃ 5

GridArt_20241229_155354439.jpg
এখন একটি পরিস্কার কড়াই পুনরায় মিডিয়াম আঁচে বসিয়ে দিলাম চুলায়।এরপর কড়াইতে সাদা তেল দিয়ে তারমধ্যে গোটা জিরা ও কুচিয়ে রাখা কাঁচা মরিচ দিয়ে নেড়েচেড়ে দিলাম সামান্য।তারপর ভাপিয়ে রাখা বাঁধাকপিগুলি কড়াইয়ে দিয়ে 2-3 মিনিট নেড়েচেড়ে নিয়ে সমস্ত গুঁড়া মসলার উপকরণ দিয়ে দিলাম।

ধাপঃ 6

IMG_20241229_181725.jpg
এরপর সবগুলো উপকরণ বাঁধাকপির সঙ্গে মিশিয়ে কয়েক মিনিট ধরে রান্না করে নেওয়ার পর পরিমাণ মতো চিনি ও লবণ দিয়ে দিলাম।

ধাপঃ 7

IMG_20241229_181747.jpg
লবনটি পরে দিতে হবে এবং নিরামিষ স্বাদ বাড়ানোর জন্য চিনি ব্যবহার করতে হবে।এবারে বাঁধাকপিটি ভালোভাবে কষিয়ে ভেজে নিলাম।

ধাপঃ 8

IMG_20241229_181825.jpg
এখন একটি পাত্রে জল নিয়ে তার মধ্যে কিছু পরিমাণ বেসন দিয়ে পাতলা করে মিশ্রণ তৈরি করে নিলাম।

ধাপঃ 9

IMG_20241229_181851.jpg
এরপর কষানো বা ভাজা বাঁধাকপির মধ্যে বেসনের পাতলা মিশ্রণটি দিয়ে দিলাম।

ধাপঃ 10

IMG_20241229_181923.jpg
এখন অল্প আঁচে অনবরত নেড়েচেড়ে একটি ডো তৈরি করে নিতে হবে।

ধাপঃ 11

IMG_20241229_181943.jpg
তো কড়াই থেকে যখন ডো টি নিজে থেকেই ছাড়িয়ে আসতে থাকবে তখন একটি পাত্রে তুলে নিলাম।তারপর তেল মাখানো একটি প্লেটে চেপে সেট করে নিলাম গরম অবস্থায়।

ধাপঃ 12

IMG_20241229_182001.jpg
এরপর ঠান্ডা হয়ে গেলে একটি ছুরির সাহায্যে কেটে পিচ পিচ করে নেব বাঁধাকপির ধোকাগুলো।

ধাপঃ 13

IMG_20241229_182049.jpg
এখন পুনরায় কড়াই চুলায় বসিয়ে দিলাম এবং বেশি করে সরিষার তেল দিয়ে দিলাম।তেল হালকা গরম হয়ে গেলে বাঁধাকপির ধোকাগুলো অল্প কয়েকটি দিয়ে দিলাম।

ধাপঃ 14

IMG_20241229_182113.jpg
এরপর উল্টেপাল্টে ভেজে নিলাম লাল রঙের করে বাঁধাকপির ধোকাগুলো।তারপর একটি পাত্রে তুলে নিলাম।

ধাপঃ 15

IMG_20241229_182132.jpg
এখন এটি কিন্তু এমনি কিংবা ডালভাতের সঙ্গেও খাওয়া যায়।

ধাপঃ 16

IMG_20241229_182219.jpg
যাইহোক এবারে কড়াইতে পুনরায় সরিষার তেল দিয়ে একটি তেজপাতা, গোটা জিরা ও দুটি শুকনো মরিচ দিয়ে দিলাম।

ধাপঃ 17

IMG_20241229_182242.jpg
এরপর ফোড়নগুলি নেড়েচেড়ে হালকা ভেজে নিয়ে তার মধ্যে আলুগুলি দিয়ে দিলাম।

ধাপঃ 18

IMG_20241229_182317.jpg
এখন আলুগুলো হালকা নেড়েচেড়ে ঝাল,টমেটোর সস ও আদা বাটা দিয়ে নেড়েচেড়ে নিয়ে অল্প একটু জল দিয়ে নিলাম।তারপর সমস্ত গুঁড়া মসলাগুলি স্বাদ মতো দিয়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম কয়েক মিনিটের জন্য।

ধাপঃ 19

IMG_20241229_182416.jpg
এবারে ওই জল শুকিয়ে গিয়ে মসলাগুলি আলুর সঙ্গে ভালোভাবে কষিয়ে নিলাম।

ধাপঃ 20

IMG_20241229_182453.jpg
এরপর মসলা থেকে তেল ছাড়তে শুরু করলে পরিমাণ মতো জল দিয়ে দিলাম আলু সেদ্ধ করে নেওয়ার জন্য।

ধাপঃ 21

IMG_20241229_182603.jpg
এখন আলুগুলো সেদ্ধ হয়ে গেলে বাঁধাকপির ধোকাগুলি দিয়ে দিলাম।

ধাপঃ 22

IMG_20241229_182703.jpg
সবশেষে উপর দিয়ে অল্প করে গরম মসলার গুঁড়া ছড়িয়ে দিয়ে 3-4 মিনিট ফুটিয়ে নিয়ে একটি পাত্রে নামিয়ে নিলাম।

শেষ ধাপঃ

IMG_20241229_183157.jpg

IMG_20241229_235720.jpg
তো আমার তৈরি করা হয়ে গেল "দারুণ স্বাদের বাঁধাকপির ধোকার ডালনা রেসিপি"।

পরিবেশন:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

IMG_20241229_235911.jpg

IMG_20241229_235735.jpg

IMG_20241229_235756.jpg

IMG_20241229_235818.jpg

IMG_20241230_000732.jpg

এখন এটি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে।এটি দেখতে যতটাই লোভনীয় ও সুন্দর, খেতে ততটাই মজাদার ও স্বাদের হয়েছিলো।


আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

বিষয়প্রতিযোগিতা-৬৭"দারুণ স্বাদের বাঁধাকপির ধোকার ডালনা"
শ্রেণীরেসিপি
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  
 4 days ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অভিনন্দন আপু আপনাকে। লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন।রেসিপিটি অনেক ইউনিক এবং দেখেও বোঝা যাচ্ছে খুব সুস্বাদু হয়েছিল।এত সুন্দর ভাবে ধাপে ধাপে রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করেছেন যে কেউ ইচ্ছা করে রেসিপিটি তৈরি করতে পারবে। ধন্যবাদ আপু পোস্টটি শেয়ার করার জন্য।

 23 hours ago 

অনুপ্রেরণা পেলাম আপনার গোছানো মতামত পড়ে, অসংখ্য ধন্যবাদ আপনাকেও আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 days ago 

বাঁধাকপির ধোকার ডালনা শীতকালের খুবই জনপ্রিয় রান্না৷ তুমি বানিয়েছও অত্যন্ত যত্ন করে। ধাপে ধাপে পদ্ধতিটি এতো সুন্দর করে দেখিয়েছ যে কেউই চাইলে বানিয়ে নিতে পারবে৷ আমার মা খুব বানাতেন এই রান্নাটি। মায়ের হাতের স্বাদের কথা মনে পড়ে গেল৷

 4 days ago 

তাই,আসলেই মায়েদের রান্নার তুলনা হয় না।তোমার অনুভূতি পড়ে ভালো লাগলো, ধন্যবাদ দিদি।

 4 days ago 

একেবারে লোভনীয় এবং মজাদার রেসিপি তৈরি করেছেন তো আপনি। প্রতিযোগিতা উপলক্ষ্যে তৈরি করা রেসিপিটা একেবারে অন্যরকম ছিল। আপনি অনেক বেশি মজাদার ভাবে এই রেসিপিটা তৈরি করেছেন। যেটা দেখেই তো আমি আর লোভ সামলাতে পারছিনা। এই রেসিপি কখনো তৈরি করিনি। এমনকি খাওয়া হয়নি। আজকে যেহেতু শিখে নিলাম, তাই একদিন তৈরি করবো।

 23 hours ago 

অবশ্যই সুযোগ পেলে তৈরি করে খাবেন রেসিপিটি আপু।আসলেই এটা লোভ না সামলানোর মতোই একটি রেসিপি, ধন্যবাদ আপনাকে।

 4 days ago 

বাঁধাকপির ধোকার ডালনা রেসিপি আমার কাছে ইউনিক লেগেছে। এই রেসিপি কখনো তৈরি করা হয়নি। ধাপগুলো দেখে তাই শিখে নিলাম। দেখেও মজাদার মনে হচ্ছে।

 23 hours ago 

আমিও এই প্রথম তৈরি করলাম এটি ভাইয়া, ধন্যবাদ আপনাকে।

 4 days ago 

দারুণ স্বাদের বাঁধাকপির ধোকার ডালনা রেসিপি তৈরি করার মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, দেখে বেশ ভালো লাগলো। আপনার তৈরি করা রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল। প্রতিটি উপকরণ একদম সমান ভাবে মিশ্রণ করে রেসিপি টি সম্পন্ন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল আপু।

 23 hours ago 

উপকরণ স্বাদ অনুযায়ী মিক্সড করাটা জরুরী ভাইয়া, তাতে স্বাদ ভালো হয়।ধন্যবাদ আপনাকে।

 4 days ago 

দিদি বাঁধাকপি আর আলু দিয়ে অনেক চমৎকার একটি রেসিপি প্রস্তুত করেছেন দেখতে অনেক লোভনীয় লাগছে। এই ধরনের রেসিপি আমি অনেক বেশি পছন্দ করি। যে রেসিপি যত সময় নিয়ে এবং সুন্দরভাবে করা যাবে ততই ভালো হবে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ দিদি।

 23 hours ago 

ঠিক বলেছেন সময় নিয়ে যেকোনো রেসিপি তৈরি করলে তার স্বাদ ও খুব ভালো হয়।ধন্যবাদ দাদা।

 4 days ago 

প্রথমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অনেক অনেক অভিনন্দন আপু।রেসিপিটি আমার কাছে বেশ ইউনিক লেগেছে বাঁধাকপির ধোকার ডালনা।শীতকালে অবশ্যই একদিন রেসিপিটি ট্রাই করবো আপু। বেশ লোভনীয় লাগছে। অসংখ্য ধন্যবাদ বাঁধাকপির মজার একটি রেসিপি শেয়ার করার জন্য।

 23 hours ago 

অবশ্যই ট্রাই করবেন আপু, দারুণ স্বাদের।ধন্যবাদ আপনার সাবলীল মতামতের জন্য।

 5 days ago 

টাস্ক প্রুফ:

GridArt_20241230_004134137.jpg

IMG_20241230_003336.jpg

 4 days ago 

বাঁধাকপি দিয়ে এই রেসিপিটা কখনো তৈরি করিনি তবে বাঁধাকপির বড়া তৈরি করেছে এভাবে। এরপর আপনি আবার আলু দিয়ে খুবই সুন্দর ভাবে রেসিপিটা তৈরি করেছেন। এত সুন্দর একটি রেসিপি নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে খুবই ভালো লাগলো। শুভ কামনা রইল আপু।

 23 hours ago 

আপু ,এটা একটু ব্যতিক্রম রেসিপি।আপনি প্রথম থেকে দেখলে বুঝতে পারবেন মাঝে কিছুটা বড়ার মতো মনে হলেও বড়া নয় কিন্তু।ধন্যবাদ আপনাকে।