অসম্ভব সুন্দর হয়েছে কবিতাটি দাদা।নিজের মনের অনুভূতিগুলি এক কল্পতরুর অতীতে স্থান পেয়েছে।যা গেছে তা ফেরার নয়,তবে অনুভূতিগুলি জীবন্ত থাকুক এভাবে।কবিতা না পড়লে হয়তো বুঝতেই পারতাম না এত সুন্দর করে অনুভূতিগুলি লেখা যায় ।দাদা আজকের কিছু কিছু শব্দ আমার কাছে বেশ কঠিন মনে হয়েছে, অনেক শুভকামনা রইলো আপনার জন্য।