কবিতা "কবিতা, তোমার ছুটি"
Copyright-free Image source : Pixabay
কবিতা "কবিতা, তোমার ছুটি"
💘
♡ ♥💕❤
কবিতা লিখতে গেলে আমার হাত এখন কাঁপে,
এলোমেলো চিন্তাগুলো জট পাকিয়ে থাকে ।
ভাবনাগুলো বড্ড অগোছালো,
অনুভূতিরা আজ শীতঘুমে ।
কবিতা লিখতে গেলে আগের মতো,
মনের গভীরতা মাপতে গিয়ে ব্যর্থ হই বারেবারে ।
ছন্দেরা তাই হারিয়েই গিয়েছে,
শব্দেরা আজ মৃত ।
কবিতা ছিল আমার ভালোবাসা,
তোমার কথা ভেবেই আমার সব কবিতা লেখা ।
সেই তুমিই এখন ঝাপসা অতীত,
আলোকবর্ষ দূরে এখন তোমার বাস ।
তোমার চোখের তারায় ছিল
আমার সব কবিতার ভাষা ।
সেই চোখ এখন মৃতা হরিণীর চোখের মতো,
ঘষা কাঁচ, দ্যুতিহীন, নিষ্প্রভ ।
শ্রাবণ মেঘের মতো তোমার বিস্রস্ত অলকরাশি,
আজ আর কাঁপন ধরায় না আমার কবিতার খাতায় ।
তোমার চিবুকের পেলবতা, কপোলের কোমলতা,
আজ আমি বিস্মৃতপ্রায়, তাই কবিতায় তারা অব্যক্ত ।
তোমার কম্পিত অধরোষ্ঠে,
আমার কবিতারা ভাষা খুঁজে পেত ।
সেই ওষ্ঠ আজ লুকিয়েছে ধূসর নেকাবের আড়ালে,
আমার কবিতারা আজ তাই নির্বাক, ভাষাহীন বহুকাল ধরে।
আসলে কি জানো কবিতা হলো ভীষণই আদুরে,
কোমল, অতি কোমল হৃদয়-পদ্ম কোরকে তার বাস ।
তাই, যেখানে ভালোবাসা থাকে না,
সেখানে কবিতারা থাকে না ।
তুমি আমায় খুব ভালোবাসো, ভুল বললাম,
আসলে ভালোবাসতে, পাস্ট টেন্স ।
তাই, কবিতারা আমায় ছেড়ে গেলো,
আর ফিরবে না জানি কোনোদিনও ।
♡ ♥💕❤
কবিতাগুলো এখন আর আলোক ছড়ায় না
কবিতাগুলো এখন আর আগের মতো তীক্ষ্ণ হয় না
কবিতাগুলো এখন আর আগের মতো জ্বলে উঠে না
কবিতাগুলো এখন আর আগের মতো উষ্ণতা খুঁজে পায় না,
বলতে পারো তুমি- কেন কবিতাগুলো এমন হলো?
বলতে পারো তুমি- কেন কবিতাগুলো নিস্প্রভ হলো?
বলতে পারো তুমি- কেন কবিতাগুলো ছন্দহীন হলো?
বলতে পারো তুমি- কেন কবিতাগুলো প্রাণহীন হলো?
কারণটা হলো তুমি, তোমার ভালোবাসা
কারণটা হলো তুমি, তোমার শূণ্যতা
কারণটা হলো তুমি, না পাওয়ার যন্ত্রণা
কারনটা হলো তুমি, শঠতার নির্মম ব্যাথা।
এ দেখি আমার কবিতার পুরো ছন্দে ছন্দে সারমর্ম ।
অনবদ্য হয়েছে । আমার তো দারুন লেগেছে ।
ধন্যবাদ দাদা, কবিতায় আপনি আমার অনুপ্রেরণা, আপনি অতো সুন্দর কবিতাটি না লিখলে আমিও এটা পারতাম না। আপনার ভালো লাগা মানে আমার সার্থকতা।
লিখো তোমার কবিতা উজাড় করে মন
তোমার কবিতা পড়বো বলে চেয়ে থাকি সারাক্ষণ।
তোমার মনে হাজার স্বপ্ন হাজার ভালোবাসা
যতই লেখ কোনদিনও ফুরাবে না তোমার মনের ভালোবাসা।
দাদা তুমি একটু ভালবাসা আমায় যদি দিতে
দিয়ে দিলাম জীবনটা আমার তুমি যদি নিতে
চলে যাবে হাত কাঁপুনি লেখা হবে কোমল।
কবিতার রাজার হাত কাঁপুনির কথা শুনে ভাবনায় বিভোর হয়ে কবিতাটি লিখেছেন। নিজের অজান্তেই নিজের মনের ভাব প্রকাশ করেছেন আমাদের মাঝে। তবুও কেন জানি আপনার লেখাগুলো অসাধারণ হয়, পড়ে খুবই ভালো লাগে। এত সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য আপনার প্রতি রইল ভালোবাসা অবিরাম দাদা।
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
god bless you
অসম্ভব সুন্দর হয়েছে কবিতাটি দাদা।নিজের মনের অনুভূতিগুলি এক কল্পতরুর অতীতে স্থান পেয়েছে।যা গেছে তা ফেরার নয়,তবে অনুভূতিগুলি জীবন্ত থাকুক এভাবে।কবিতা না পড়লে হয়তো বুঝতেই পারতাম না এত সুন্দর করে অনুভূতিগুলি লেখা যায় ।দাদা আজকের কিছু কিছু শব্দ আমার কাছে বেশ কঠিন মনে হয়েছে, অনেক শুভকামনা রইলো আপনার জন্য।
দাদা একদম ঠিক বলেছেন ভালবাসার মানুষকে ফিরে পেয়ে কবিতার সব ভাষা ও ছন্দ গুলো বেরিয়ে আসে। ভালোবাসার মানুষের চোখের দিকে তাকিয়ে কবিতার ছন্দে যেন ফুলঝুরি ফুটে। কিন্তু সেই ভালোবাসার মানুষ যদি না থাকে তাহলে কবিতা গুলো যেন হারিয়ে যায় ছন্দগুলো ভাষা খুঁজে পায়না। অপরদিকে এটাও ঠিক যে বুক ভরা কষ্ট নিয়ে লেখা কবিতাগুলো অন্য একটি মাত্রা পায়। দাদা আপনার আজকের কবিতাটি অসম্ভব ভালো লেগেছে। প্রতিটা লাইন মুগ্ধ হয়ে পড়ছিলাম।
ধন্যবাদ আপনাকে।
ভালোবাসার প্রিয় মানুষটি যখন দূরে চলে যায় তখন কবিতার ভাষা গুলো ছন্দ হারিয়ে ফেলে। যার ভালোবাসায় সিক্ত হয়ে মনের মাঝে কবিতার ছন্দ তৈরি হয় সেই মানুষটি যদি আড়াল হয়ে যায় তাহলে সবকিছুই মৃত হয়ে যায়। দাদা আপনার লেখা কবিতা বরাবরই অনেক ভালো হয়। আজকের কবিতাটিও আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। দারুন এই কবিতা লিখে সকলের মাঝে উপস্থাপন করেছেন এজন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। সেইসাথে আপনার জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো। ❤️❤️❤️
দাদা কবিতা আর লিখতেই চাই না। তবু যে চলে গেছে সে যেন আর ফিরে না আসে। পাস্ট টেন্স পাস্টেই থাক। অতীতের ঘরে তালা দিয়ে রাখা টাই বুদ্ধিমানের কাজ হবে। খুব ভালো লিখেন দাদা আপনি। লাস্ট দুই মাসের কবিতা গুলো পড়ে যেন নিজেকে দেখতে পেয়েছি। প্রণাম রইলো 🙏🙏
ভীষণ ভালো একটি কবিতা। নিজের প্রিয়তমার ওপর একরকম অভিমানের সুর এই কবিতায় দেখা যাচ্ছে।
কবিতাটিকে আরও ভীষণ মায়া দিতে ব্যবহৃত শব্দগুলি খুবই মানসম্পন্ন, দেখতে পেলাম। দাদা তোমার ছোঁয়ায় কাছে কবিতা আরো স্নিগ্ধ হোক।
কবিতার অনুভূতি আগের মত নেই তারপরও এত সুন্দর কবিতা লিখে ফেলেছেন। আর অনুভূতি ফিরে আসলে না জানি আরো কত চমৎকার হবে। অবশ্য এর থেকে ভাল আর কি হতে পারে। আজকের কবিতাটি খুবই চমৎকার হয়েছে দাদা।