কবিতা লিখতে গেলে আগের মতো,
মনের গভীরতা মাপতে গিয়ে ব্যর্থ হই বারেবারে ।
ছন্দেরা তাই হারিয়েই গিয়েছে,
শব্দেরা আজ মৃত ।
ভালোবাসার প্রিয় মানুষটি যখন দূরে চলে যায় তখন কবিতার ভাষা গুলো ছন্দ হারিয়ে ফেলে। যার ভালোবাসায় সিক্ত হয়ে মনের মাঝে কবিতার ছন্দ তৈরি হয় সেই মানুষটি যদি আড়াল হয়ে যায় তাহলে সবকিছুই মৃত হয়ে যায়। দাদা আপনার লেখা কবিতা বরাবরই অনেক ভালো হয়। আজকের কবিতাটিও আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। দারুন এই কবিতা লিখে সকলের মাঝে উপস্থাপন করেছেন এজন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। সেইসাথে আপনার জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো। ❤️❤️❤️