নিজের কাজ নিজে করার মাঝে আনন্দ পাওয়া যায়।কিন্তু সেটা বুঝতে বুঝতেই আমরা অলস জীবনযাপন করি।বর্তমানে পরনির্ভরশীলতা বেশি দেখা যায় কারন সবকিছুতেই মানুষ আপন স্বার্থ খোঁজে।অন্যের কাজের মূল্য দিতেও নারাজ থাকে, তাই স্বনির্ভর হওয়াটা জরুরি।সুন্দর ব্যাখ্যা করেছেন,ধন্যবাদ আপনাকে।