কাজ | স্বতন্ত্র চিন্তাধারা
কিছু চিন্তাভাবনা একান্তই আমার নিজের, হয়তো অনেকের সঙ্গেই মাঝে মাঝে সেসব চিন্তা-ভাবনা মিলে যায় আবার অনেক সময় স্বতন্ত্র চিন্তা-ভাবনার কারণে ভিন্ন রকম মত শুনতে হয়। তবে সবকিছুকেই সাধুবাদ জানানোর চেষ্টা করি।
আমি মনেকরি জগৎ সংসারে টিকে থাকতে গেলে, আত্মনির্ভরশীল হওয়া খুবই জরুরী। আত্মনির্ভরশীল শব্দটা ছোট হলেও এর গভীরতা ও তাৎপর্য কিন্তু অনেক। সর্বক্ষেত্রেই স্বয়ংসম্পূর্ণ হওয়া খুবই জরুরী।
হোক সেটা আপনার ব্যক্তি-সংসার জীবন কিংবা কর্মক্ষেত্রে। আমরা নাহ, দিন দিন অজুহাতের শরণাপন্ন হয়ে অলস হয়ে যাচ্ছি। যে কাজগুলো আমাদের নিজেদের করার, সেই কাজগুলোতে মুহূর্তেই অন্যের সহযোগিতা নিয়ে ফেলছি। সহযোগিতা নেওয়া দোষের কিছু না, তবে যে কাজটা নিজে করলেই বেশি স্বাচ্ছন্দ্য পাওয়া যায়, সেই কাজের জন্য যখন হঠাৎই অন্যের দ্বারস্থ হতে হয় তখন ব্যাপারটা কেমন যেন দৃষ্টিকটু লাগে।
কোন কাজকেই ছোট করছি না, সব কাজই সম্মানের। এই কথাটা আমরা সবাই বুঝি, তবে প্রকৃত অর্থে কতটুকু বাস্তব জীবনে প্রয়োগ করছি সেটাও কিন্তু ভাবায় আমাকে। গৃহস্থালীর কাজ থেকে শুরু করে রান্নাবান্না, কাপড় ধোয়া,বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, বাচ্চাকাচ্চা ও বয়স্ক মানুষের পরিচর্যা , কর্মস্থলে কলিগকে সহযোগিতা কিংবা আত্মীয়-স্বজন বা পাড়া প্রতিবেশীর কাজে সহযোগিতাপূর্ণ মনোভাব পোষণ করা খুবই জরুরী।
আসলে কাজের ক্ষেত্রে কোন ভেদাভেদ না রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এমনকি নারী-পুরুষের ভেদাভেদ রাখাও অযৌক্তিক। কেননা দিন যত যাচ্ছে, সবকিছুই তত যান্ত্রিক হয়ে যাচ্ছে। ব্যস্ততা আমাদেরকে এমনিতেই চারদিক থেকে ঘায়েল করে রোবটে পরিণত করছে। তাই এই যান্ত্রিকতার জীবনে কাজের বৈষম্য না করে, সব কাজ টুকটাক শেখা যেমনটা জরুরী তেমনটা মানসিকতা উন্নত করা বড্ড দরকার।
পরনির্ভরশীলতা নিপাত যাক, কাজের প্রতি শ্রদ্ধা জাগ্রত হোক, মানসিকতা উন্নত হোক, তাহলেই হয়তো যান্ত্রিক জীবনটা কিছুটা হলেও সহজ হয়ে যাবে আমাদের কাছে।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
ভাইয়া আপনার এই কথাটি আমার বেশি ভালো লেগেছে। লাখ কথার এক কথা বলেছেন ভাইয়া। আত্মনির্ভরশীলতা আমাদের খুবই দরকার এবং প্রত্যেকটা কাজকের সম্মান জানানো জরুরী তা না হলে ভবিষ্যৎ জীবনে বেকারত্বের হার অনেকাংশেই বেড়ে যাবে এবং নিজেদের কাজ নিজেরা করলে সব ক্ষেত্রেই ভালো হবে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর করে কথাগুলো বলার জন্য।
আত্মনির্ভরশীল হওয়া বর্তমান সময়ে খুবই দরকার।
বর্তমান যুগে যে যত বেশি কাজ জানে,সে তত বেশি সফল। কাজ ছোট হোক কিংবা বড়,কাজ তো কাজ-ই। তাছাড়া নিজের কাজ নিজে করাটা উত্তম। বাহিরের দেশের মানুষজন নিজের কাজ নিজে করতে বেশ স্বাচ্ছন্দ্যবোধ করে। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
সহমত পোষণ করছি ভাই।
পরের উপরে নির্ভরশীলতা আমার মনে হয় না ভালো মানসিকতার পরিচয় এটা! হতে পারে আপনি অলস, তাই বলে নিজের কাজ অন্যকে দিয়ে করানো মোটেও কাম্য নয়। কাজ করলে শরীর যেমন ভালো থাকে, তেমনি মনটাও! হোক সেটা ছোট অথবা বড় কাজ! বাড়িতে টুকটাক যে কাজগুলো দরকার হয় সেগুলো একজন ছেলে অথবা মেয়ের জানা উচিত! সবার মানসিকতার পরিবর্তন হোক এটা আমিও চাই 🌸
নিজের কাজ নিজে করার মাঝে আনন্দ পাওয়া যায়।কিন্তু সেটা বুঝতে বুঝতেই আমরা অলস জীবনযাপন করি।বর্তমানে পরনির্ভরশীলতা বেশি দেখা যায় কারন সবকিছুতেই মানুষ আপন স্বার্থ খোঁজে।অন্যের কাজের মূল্য দিতেও নারাজ থাকে, তাই স্বনির্ভর হওয়াটা জরুরি।সুন্দর ব্যাখ্যা করেছেন,ধন্যবাদ আপনাকে।