পরের উপরে নির্ভরশীলতা আমার মনে হয় না ভালো মানসিকতার পরিচয় এটা! হতে পারে আপনি অলস, তাই বলে নিজের কাজ অন্যকে দিয়ে করানো মোটেও কাম্য নয়। কাজ করলে শরীর যেমন ভালো থাকে, তেমনি মনটাও! হোক সেটা ছোট অথবা বড় কাজ! বাড়িতে টুকটাক যে কাজগুলো দরকার হয় সেগুলো একজন ছেলে অথবা মেয়ের জানা উচিত! সবার মানসিকতার পরিবর্তন হোক এটা আমিও চাই 🌸